গাজায় হামাসের সাথে লড়াইয়ে আরও ৪ ইসরাইলি সৈন্য নিহত হয়েছে

 গাজায় হামাসের সাথে লড়াইয়ে আরও ৪ ইসরাইলি সৈন্য নিহত হয়েছে

জাতিসংঘে যুদ্ধবিরতির প্রস্তাব পাস হওয়ার পরও গাজায় দখলদার ইসরাইলের আগ্রাসন থামছে না। লাগাতার বোমা হামলা ও গুলিতে ইতোমধ্যে ৩৭ হাজারের বেশি নিরীহ মানুষ মারা গেছে। এদিকে গাজায় হামাসের সঙ্গে সরাসরি যুদ্ধে আরও ৪ ইসরাইলি সৈন্য নিহত হয়েছে, যা দখলদারদের মোট নিহত সৈন্যের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে।
জানা যায়, অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সাথে সরাসরি লড়াই করতে গিয়ে আরও চার সেনা সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরাইল। মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ইসরাইলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার ৪ সেনা সদস্য ‘দক্ষিণ গাজায় লড়াইয়ে নিহত হয়েছে’, তবে তাদের মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
ইসরাইলি আর্মি রেডিও জানিয়েছে, রাফাহ শহরের শাবোরা এলাকায় একটি ভবনে বিস্ফোরণে তারা নিহত হয়েছে।
এদিকে ২৭ অক্টোবর গাজায় স্থল অভিযান শুরুর পর থেকে ইসরাইলি সামরিক বাহিনীর সর্বশেষ নিহতের সংখ্যা ৩০০'র বেশি দাঁড়িয়েছে।
উল্লেখ্য, ফিলিস্তিনি সংগঠন হামাস গত বছরের ৭ অক্টোবর ইসরাইলে আকস্মিক বড় ধরনের হামলা চালায়। এর পরপরই ইসরাইল গাজায় প্রতিশোধমূলক পাল্টা হামলা শুরু করে যা এখনো চলছে। গাজায় ইসরাইলের অব্যাহত এই হামলায় ৩৭,১২৪ ফিলিস্তিনি নিহত হয়েছে, যার অধিকাংশই নারী ও শিশু। সূত্র: আল-জাজিরা
 

Post a Comment

0 Comments