"আর দেশে ফিরছেন না বেনজীর"

 "আর দেশে ফিরছেন না বেনজীর" 


বেনজীর আহমেদ, সাবেক আইজিপি, ক্ষমতার অপব্যবহার করে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন। দেশের বিভিন্ন প্রান্তে জমি, ফ্ল্যাট, প্লট, বাড়ি, গাড়ি, হোটেল এবং রিসোর্ট গড়ে তিনি আলোচনায় আসেন। দুর্নীতি দমন কমিশন (দুদক) বেনজীর ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অনুসন্ধান চালাচ্ছে এবং ইতিমধ্যে তাদের বিপুল অবৈধ সম্পদের তথ্য পেয়েছে। দুদক দুই দফা নোটিশ দিলেও বেনজীর ও তার পরিবারের সদস্যরা হাজির হননি। সর্বশেষ, তাদের সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দিয়েছে দুদক। 

অবৈধ সম্পদ নিয়ে অনুসন্ধান শুরু হওয়ার আগেই বেনজীর আহমেদ দেশ ছেড়ে চলে যান, সঙ্গে ছিলেন স্ত্রী-সন্তান। বেনজীর আহমেদ বর্তমানে কোথায় আছেন, তা নিয়ে ধোঁয়াশা থাকলেও নির্ভরযোগ্য সূত্র জানায়, তিনি নাগরিকত্ব নিয়ে তুরস্কে অবস্থান করছেন এবং স্পেনেও নাগরিকত্ব নিয়েছেন। দেশে অবৈধ সম্পদের অনুসন্ধান চলায় তার ফেরার সম্ভাবনা নেই, কারণ দেশে ফিরলে তাকে আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। 
দেশ ছাড়ার পর বেনজীর আহমেদকে প্রকাশ্যে দেখা যায়নি। তিনি নিজের ও পরিবারের ব্যাংক অ্যাকাউন্টে থাকা বিপুল অর্থ তুলে নিয়েছেন। একটি সূত্র নিশ্চিত করেছে, ড. বেনজীর আহমেদ আর দেশে ফিরবেন না, বরং বিদেশেই স্থায়ী হচ্ছেন। 

বেনজীর আহমেদের ছোট মেয়ে যুক্তরাজ্যের ব্রিস্টলে লেখাপড়া করেন এবং বড় মেয়ের জামাতা দুবাইতে ব্যবসা করেন, যা বেনজীরই অর্থায়ন করেছেন। গত মে মাসে একটি জাতীয় দৈনিকে বেনজীর আহমেদের অবৈধ সম্পদ নিয়ে প্রতিবেদন প্রকাশের পর তিনি বিপাকে পড়েন। পরিস্থিতি প্রতিকূলে যাওয়ায় গোপনে দেশ ছাড়ার সিদ্ধান্ত নেন বেনজীর আহমেদ।

Post a Comment

0 Comments