দুর্নীতিবাজদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে - মাওলানা রফিকুল ইসলাম খান

 দুর্নীতিবাজদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে - মাওলানা রফিকুল ইসলাম খান


বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, "একটি দেশে যেখানে শতকরা ৯০ ভাগেরও বেশি মানুষ ইসলামী আদর্শে বিশ্বাস করে, এশার নামাজ পড়ে দিনের কাজ শেষ করে এবং ফজরের নামাজ পড়ে দিনের কাজ শুরু করে, সেই দেশ থেকে ইসলাম, ইসলামী আদর্শ এবং রাসূল (সা:) এর সীরাত মুছে ফেলার ষড়যন্ত্র চলছে।"


তিনি উল্লেখ করেন, দ্বীনের দাওয়াত ঘরে ঘরে পৌঁছানোর পাশাপাশি সমাজের মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। রাসূল (সা:) এর সীরাত অনুসরণ না করার কারণে অন্যায়, পাপাচার, জুলুম, দুর্নীতি, লুটপাট ছড়িয়ে পড়েছে। একজন পিয়নই ৪০০ কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। প্রজাতন্ত্রের কিছু কর্মকর্তা কর্মচারী হাজার কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। এই লুটেরাদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। রাসূল (সা:) এর সীরাত বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।


রোববার রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত সীরাতুন্নবী (সা:) পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন, সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসাইন, কামাল হোসাইন, ড. আবদুল মান্নান, কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকাররম হোসাইন খান, অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসাইন। অন্যান্যদের মধ্যে মহানগরীর কর্মপরিষদ সদস্য ড. মোবারক হোসাইন, আবদুস সালাম, সিরাজুল ইসলাম, সৈয়দ জয়নুল আবেদীনসহ থানা আমীর ও বিভাগীয় দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।

মাওলানা রফিকুল ইসলাম খান তার বক্তব্যে বলেন, "আল্লাহর পক্ষ থেকে কুরআনের মাধ্যমে মানবজাতির জন্য যে ম্যাসেজ দেয়া হয়েছে, তা হলো রাসূল (সা:) এর জীবনেই রয়েছে মানব জাতির জন্য সর্বোত্তম আদর্শ। রাসূল (সা:) এর জীবনী অধ্যয়নের উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, রাসূল (সা:) এর জীবনী ভালোভাবে উপলব্ধি করতে হবে। কেন আল্লাহ তায়ালা রাসূল (সা:) কে দুনিয়ায় পাঠিয়েছেন, তা জানতে হবে। তিনি আরো বলেন, রাসূল (সা:) কে দুনিয়ায় পাঠানোই হয়েছে দ্বীনকে বিজয়ী করার জন্য। সংগ্রাম করে এই দ্বীনকে বিজয়ী করার জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে। যারা এই দ্বীনকে অপছন্দ করবে তারাই এর বাধা হয়ে দাঁড়ায়। দ্বীনকে বিজয়ী করার ক্ষেত্রে যাদের অশ্বস্তি হয়, তারা কখনই ইসলাম বা মুসলমানের বন্ধু হতে পারে না। তিনি বলেন, দ্বীনকে বিজয়ী করা ছাড়া সীরাত আলোচনা অর্থহীন। তিনি তাবুক যুদ্ধের বর্ণনা দিয়ে বলেন, রাসূল (সা:) এর সঙ্গী সাথীরা কেউ দ্বীনকে বিজয়ী করার চেষ্টার বাইরে জীবনযাপন করেননি। তিনি বলেন, সীরাত পাঠ করতে হবে এবং এই আলোচনা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। এতে বাধা আসতে পারে, জুলুম নির্যাতনের শিকার হতে হবে।"


সভাপতির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল বলেন, "বিশ্ব মানবতার জন্য রহমত হিসেবে আল্লাহ তায়ালা রাসূল (সা:) কে পাঠিয়েছেন। ইসলামকে উপলব্ধি করতে হলে, কুরআনকে উপলব্ধি করতে হবে, ইসলামী আন্দোলনকে বুঝতে হলে কুরআন অধ্যয়নের পাশাপাশি রাসূল (সা:) এর সিরাত অধ্যয়ন করতে হবে। এর কোনো বিকল্প নেই। কুরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য রাসূল (সা:) এর সিরাত অনুধাবন করতে হবে। তিনি বলেন, ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। ইসলামকে বিতর্কিত করার চেষ্টা অব্যাহত রয়েছে। এক্ষেত্রে কুরআনের পাশাপাশি সিরাত অধ্যয়ন করতে হবে। ইসলামের আদর্শিক সৌন্দর্য মানুষের সামনে তুলে ধরতে হবে। রাজধানীর প্রতিটি ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে। একজন দায়ির চরিত্রে নিজেদের চরিত্রবান করতে হবে।"


ড. হেলাল উদ্দিন বলেন, "আমরা কঠিন সময় অতিক্রম করছি। ঘোর অমানিশার মধ্য দিয়ে আমরা দিন অতিবাহিত করছি। শিক্ষা ব্যবস্থায় মূল্যবোধ বলতে কিছুই নেই। দুই দেশের শিক্ষা ব্যবস্থা একাকার করে দেয়ার চুক্তি করে ফেলা হয়েছে। এ অবস্থা থেকে উত্তরণের পথ একটাই, সেটা হচ্ছে রাসূল (সা:) এর দেখানো পথে চলতে হবে। তার সীরাত বেশী বেশী অধ্যয়ন করতে হবে এবং কার্যকরী দাওয়াত দিতে হবে।"


ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, "সমাজ এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, যেখানে আদৌ জ্ঞানের প্রয়োজন আছে কিনা সেটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। যেভাবে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, সেখানে পড়াশুনার প্রয়োজনীয়তা গৌণ হয়ে দাঁড়িয়েছে। রাষ্ট্রীয় কাঠামো সেইভাবে তৈরি করা হচ্ছে। আসলে কী জাতি এমন স্বাধীনতা চেয়েছিল? আমরা এমন রাষ্ট্র কী চেয়েছিলাম? তিনি বলেন, কুরআন সুন্নাহ যেখানে জ্ঞানের মূল হাতিয়ার, সেখান থেকে জাতিকে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। তাই আমরা সবাই নিরাপত্তাহীন হয়ে পড়েছি। তিনি জ্ঞানার্জনের উপর গুরুত্বারোপ করে বলেন, শুধু জ্ঞান অর্জন করলেই হবে না, বাস্তব জীবনের জ্ঞানও থাকতে হবে। শুধুমাত্র জ্ঞানার্জনই লক্ষ্য হতো, তাহলে আবুল হাকাম থেকে আবু জেহেল হতো না। শেষে প্রধান অতিথি সীরাত পাঠ প্রতিযোগিতা ২০২৩ এর বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।

Post a Comment

0 Comments