ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল এলাকায় সংঘর্ষ চলছে

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল এলাকায় সংঘর্ষ চলছে

আন্দোলনকারী শিক্ষার্থীদের লক্ষ্য করে আগ্নেয়াস্ত্র তাক করে আছেন এক তরুণ। আজ সোমবার বিকেলে শহীদুল্লাহ হল এলাকায়1

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল এলাকায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী ও ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ চলছে। ছাত্রলীগের নেতাকর্মীরা হল প্রাঙ্গণের বাইরে রাস্তায় হাতাহাতি করছে, আবার হলের ভেতরেও বিক্ষোভকারীরা সংঘর্ষে লিপ্ত হচ্ছে। আশেপাশে অন্তত দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত সংঘর্ষ চলে। ঢাকা মেডিকেল কলেজ এবং শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আশপাশেও একই ধরনের সংঘর্ষের খবর পাওয়া গেছে।
ছাত্রলীগ নেতা–কর্মী ও কোটা সংস্কার আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের সংঘর্ষে শহীদুল্লাহ হলের সামনের এলাকা রণক্ষেত্রে রূপ নেয়। আজ সোমবার সন্ধ্যায়1

আজ সোমবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিজয় একাত্তর হলের সামনে ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পর ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ। প্রতিশোধে বিক্ষোভকারীদের ধাওয়া ও মারধর করা হয়েছে বলে জানা গেছে। কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছাত্রলীগের নেতা-কর্মী ও শিক্ষার্থীদের সংঘর্ষে সন্ধ্যায় শহীদুল্লাহ হলের সামনের এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সন্ধ্যা ৬টা পর্যন্ত ছাত্রলীগের সদস্যরা ক্যাম্পাসের অন্যান্য স্থানে অবস্থান করছে, বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে গেছে। তবে শহীদুল্লাহ হল এলাকায় দফায় দফায় সংঘর্ষ চলছে। প্রথম আলোর প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুই পক্ষের সংঘর্ষে এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয়েছে। সন্ধ্যা ৬টা নাগাদ শহীদুল্লাহ হলের আঙিনার ছাদ থেকে পাথর ছুড়তে থাকে। ফলে ছাত্রলীগের নেতা-কর্মীরা এগুতে পারছেন না। ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিলেও তারা দোয়েল চত্বরে জড়ো হচ্ছেন। এ সময় এলাকায় পুলিশ সদস্যদের দেখা যায়নি। সন্ধ্যা ৭টার দিকে পুলিশ সদস্যরা আসেন।


Post a Comment

0 Comments