রোববার গুরুত্বপূর্ণ পয়েন্টে অবরোধ, প্রয়োজনে হরতাল

রোববার গুরুত্বপূর্ণ পয়েন্টে অবরোধ, প্রয়োজনে হরতাল পালিত হবে


চতুর্থদিনের মতো শাহবাগ অবরোধ কর্মসূচি শেষ করেছেন কোটা পুনর্বহাল বাতিলের দাবিতে আন্দোলনকারীরা। শনিবার বিকালে ঘণ্টাখানেক শাহবাগ মোড় অবরোধ করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করে আন্দোলনকারীরা রাজপথ ছেড়ে দেন। তবে, দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন 'বৈষম্য বিরোধী ছাত্র সমাজের' ব্যানারে ঐক্যবদ্ধ সাধারণ শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা।
sss
আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদুল ইসলাম সাড়ে পাঁচটায় অবরোধ কর্মসূচি শেষ করার আগে পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন। উপস্থিত হাজারো শিক্ষার্থীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আমরা শুনেছি হলে হলে ছাত্রলীগের পদপ্রত্যাশীরা শিক্ষার্থীদের আন্দোলনে অংশ নিতে বাধা দিচ্ছে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা হলের তালা ভাঙতে জানি। ২০১৮ সালে আমরা তা দেখিয়েছি।

তিনি আরও বলেন, এই আন্দোলন সারাবাংলার শিক্ষার্থীদের আন্দোলন। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ইতোমধ্যে তা প্রমাণ করেছে। আমরা সুযোগের সমতা চাই। আমরা চাকরিতে সমতা চাই। এটা কি আমাদের অপরাধ? দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের মাঠে থাকতে হবে।

অনলাইনে এবং অফলাইনে শিক্ষার্থীরা সফলভাবে জনসংযোগ করেছে। শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষার্থীদের আন্দোলন বন্ধ হবে না। অভিভাবক এবং শিক্ষকদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, আপনারা শাহবাগ মোড়ে শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে আমাদের পাশে এসে দাঁড়ান। আপনার সন্তানদের কথা চিন্তা করে এই আন্দোলনে আসুন। নইলে কিছুদিন পর আপনার সন্তানও চাকরি পাবে না।

কর্মসূচি ঘোষণা দিয়ে তিনি জানান, আগামীকাল ‘বাংলা ব্লকেড’ শুধুমাত্র শাহবাগ নয়, রাজধানীর সায়েন্সল্যাব, মতিঝিল, নীলক্ষেত, চানখারপোল, কাটাবনসহ প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান করবেন। যারা ঢাকার বাহিরে বিভিন্ন জেলায় আছেন, তারা মহাসড়ক অবরোধ করবেন। দাবি বাস্তবায়ন না হলে পরবর্তীতে সারাদেশে সর্বাত্মক হরতালের ঘোষণা দেন তিনি।

এর আগে, শনিবার বিকাল তিনটার আগ থেকে পূর্বনির্ধারিত বিক্ষোভ মিছিল পালন করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও আশপাশের শিক্ষা প্রতিষ্ঠান থেকে নিজস্ব ব্যানার ও পোস্টারসহ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হন কয়েক হাজার শিক্ষার্থী। পরে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টিএসসি হয়ে বুয়েট ক্যাম্পাসের সামনে দিয়ে আজিমপুর, নীলক্ষেত হয়ে শাহবাগ মোড়ে বিক্ষোভ মিছিল নিয়ে এগিয়ে যান।
s ss
এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন, যেমন: ‘সংবিধানের/মুক্তিযুদ্ধের মূলকথা, সুযোগের সমতা’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার', ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, “কোটা প্রথা, বাতিল চাই বাতিল চাই’, ‘কোটা প্রথার বিরুদ্ধে, ডাইরেক্ট একশন’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাই নাই’। আন্দোলনের সামনের সারিতে কাফনের কাপড় পরে স্লোগান দিতে দেখা যায় বেশ কয়েকজন শিক্ষার্থীকে। হাতে জাতীয় পতাকা ও কোটাবিরোধী স্লোগান সম্বলিত ফেস্টুনেও নিজেদের অবস্থান জানান দিচ্ছিলেন আন্দোলনকারীরা। বিকাল চারটায় বিক্ষোভ মিছিল শেষে শাহবাগ মোড়ে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

Post a Comment

0 Comments