হয় মাতৃভূমি, নয়ত শাহাদাত: আসিফ মাহমুদ

 হয় মাতৃভূমি, নয়ত শাহাদাত: আসিফ মাহমুদ


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আজ সোমবার (৫ আগস্ট) সরকারের পদত্যাগের এক দফা দাবিতে 'মার্চ টু ঢাকা' কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচি অনুযায়ী, দুপুর ২টায় রাজধানীর শাহবাগ মোড়ে জমায়েত হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ জানিয়েছেন, 'লং মার্চ টু ঢাকা' সফলভাবে বাস্তবায়িত হলে শহীদের রক্ত বৃথা যাবে না।

আজ সকালে ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ বলেছেন, "শত সহস্র শহীদের রক্ত বৃথা যাবে না। স্বৈরাচারের পতনের জন্য মনোযোগ দিন। ছাত্র-নাগরিক অভ্যুত্থানের সফলতার পর রূপরেখার খসড়া চূড়ান্ত রূপে জনতার সামনে উপস্থাপন করা হবে।" 



তিনি আরও উল্লেখ করেন, "শেখ হাসিনার পতন ও ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ" না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। শহীদ আবু সাঈদ আমাদের পথ দেখিয়েছেন এবং আমরা তাঁর দেখানো পথে সারা বাংলা থেকে ঢাকার রাজপথে নামব। আমাদের দাবি, 'হয় মাতৃভূমি, নয়ত শাহাদাত'।

এছাড়া, 'লং মার্চ টু ঢাকা' কর্মসূচির জন্য আজ সোমবার বেলা ১১টায় শহীদ মিনারে সবাইকে সমবেত হওয়ার আহ্বান জানিয়েছেন আসিফ মাহমুদ। তিনি বলেন, "ঘোষিত পয়েন্টগুলোতে ঢাকার আন্দোলনকারীরা এবং লং মার্চ করে আসা জনতা সকাল ১১টা থেকে অবস্থান নেবে। শহীদ মিনারে ১১টায় সবাই জড়ো হবে। শহীদ মিনার থেকে মিছিল নিয়ে আমরা শাহবাগে যাব, যেখানে কেন্দ্রীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। পরিস্থিতি বিবেচনায় চূড়ান্ত ঘোষণা শাহবাগ থেকে দেওয়া হবে এবং অন্যান্য পয়েন্টগুলোতে খবর পৌঁছে দেওয়া হবে।"

Post a Comment

0 Comments