ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লাশ নিয়ে বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া সংঘটিত হয়েছে।
রাজধানীর শাহবাগ ও টিএসসি এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ও ছাত্রলীগের সদস্যদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের দিকে গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করেছেন। শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে শহীদ মিনারের দিকে চলে গেছেন।
এ ঘটনা ঘটে ৪ আগস্ট রবিবার সন্ধ্যা ৬টার পরে, যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সরকার পতনের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের প্রথম দিন চলছিল। এর আগে বিকেলে আন্দোলনরত শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে শাহবাগ এলাকায় জমায়েত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে তিনটি লাশ নিয়ে শাহবাগ থানার সামনে পৌঁছানোর পর বিক্ষোভকারীরা থানায় ইট-পাটকেল নিক্ষেপ করেন। এর পরপরই পুলিশের গুলি ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটে।
শাহবাগ থানার মধ্য থেকে গুলি ছোড়ার খবরও মিলেছে। এছাড়া, শাহবাগ ও টিএসসি এলাকায় পুলিশ, ছাত্রলীগ এবং আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলতে থাকে।
0 Comments