গা ঢাকা দিয়েছেন মমতাজ

গা ঢাকা দিয়েছেন মমতাজ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতার পর শিক্ষার্থী ও সাধারণ মানুষের একদফা দাবির মুখে ৫ আগস্ট (সোমবার) আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। সরকার পতনের পর অনেক মন্ত্রী-এমপি বিদেশে পালিয়ে গেছেন।

যারা পালাতে পারেননি, তারা দেশে নিরাপদ স্থানে লুকিয়ে রয়েছেন। শেখ হাসিনার আমলে আস্থাভাজন এবং জাতীয় সংসদ ও দলীয় অনুষ্ঠানে চটকদার গান গেয়ে আলোচিত জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজও আতঙ্কিত। বিভিন্ন সূত্র দাবি করছে, জনরোষ থেকে বাঁচতে মমতাজ ইতিমধ্যেই দেশ ত্যাগ করেছেন। তবে অন্য সূত্র বলছে, বিদেশ পালাতে ব্যর্থ হয়ে তিনি দেশে আত্মগোপন করেছেন এবং বিদেশে পাড়ি দেওয়ার চেষ্টা চালাচ্ছেন।



মমতাজের ব্যক্তিগত মোবাইল ফোনও গত চারদিন ধরে বন্ধ রয়েছে।

জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসনে (সিংগাইর-হরিরামপুর-সদরের ৩ ইউনিয়ন) নৌকার টিকিট পেয়েও স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যান মমতাজ বেগম। স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের দেওয়ান জাহিদ আহমেদ টুলুর সঙ্গে ভোটযুদ্ধে পরাজিত হন এই সঙ্গীত শিল্পী। তবে, শেখ হাসিনার বিশেষ বিবেচনায় ২০১৪ সালের ১৯ মার্চ সংরক্ষিত নারী আসন-১৫ থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।

তার বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, আত্মীয়করণ, পদবাণিজ্য, এমপির বিশেষ বরাদ্দসহ টিআর, কাবিখা ও কাবিটা নামে লোপাট এবং বিতর্কিত ব্যক্তিদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে। পাশাপাশি, পারিবারিক ও ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে তার অনুসারী কর্মী বাহিনী দিয়ে স্বামী ডা. মঈন হাসানের ওপর হামলা এবং প্রয়াত বাবা মধু বয়াতির প্রথম স্ত্রী ও তিন কন্যার প্রতি অবিচারের অভিযোগও রয়েছে।

Post a Comment

0 Comments