পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ টাইগাররা।
অবিস্মরণীয় এক জয় তুলে নিয়ে বাংলাদেশ পাকিস্তানকে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে। রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে, মঙ্গলবার পঞ্চম ও শেষ দিনে ৬ উইকেটে জয় পায় বাংলাদেশ। আগের দিন বিনা উইকেটে ৪২ রান নিয়ে খেলতে নেমে এদিন আরও ৪ উইকেট হারিয়েও লক্ষ্য ছুঁয়ে ফেলে টাইগাররা। একই ভেন্যুতে প্রথম টেস্টে ১০ উইকেটে জয় পেয়েছিল বাংলাদেশ।
আগের দিন মাত্র ৭ ওভার খেলেই বিনা উইকেটে ৪২ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। জাকির হাসান টি২০ ধাঁচে ব্যাট চালিয়ে ২৩ বলে ৩১ রানে অপরাজিত ছিলেন। তবে পঞ্চম দিনের সকালে সেই ছন্দ ধরে রাখতে পারেননি। শেষ পর্যন্ত ৩৯ বলে ৩ চার ও ২ ছক্কায় ৪০ রানে আউট হন জাকির।
m
mm
পেসার মির হামজার দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড হয়ে ৫৮ রানের উদ্বোধনী জুটি ভেঙে যায়। গত দুই বছরের মধ্যে এই প্রথম ওপেনিং জুটিতে পঞ্চাশোর্ধ রান আসে।
সাদমান ইসলাম অনিকও খুব স্বচ্ছন্দে ছিলেন না। ১৭ রানে স্লিপে ক্যাচ দিয়ে বেঁচে যান হামজার বলে, কিন্তু ২৪ রানে খুররম শাহজাদের বলে তুলে মারতে গিয়ে আউট হন। ফলে ৭০ রানে ২ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ।
লাঞ্চ বিরতির পর তৃতীয় উইকেটে শান্ত এবং মুমিনুল হকের ৫৭ রানের জুটি গড়ার পর আউট হন শান্ত। সালমান আলি আগার স্পিনে ফরোয়ার্ড শর্ট লেগে ক্যাচ দিয়ে ৮২ বলে ৫ চারে ৩৮ রানে প্যাভিলিয়নে ফেরেন তিনি। তখনও জয়ের জন্য ৫৮ রান দূরে ছিল বাংলাদেশ।
m
mm
এরপর অভিজ্ঞ মুমিনুল হক ও মুশফিকুর রহিম ২৬ রানের জুটি গড়ে বাংলাদেশকে জয়ের পথে নিয়ে যান। মুমিনুল বেশ কয়েকবার এলোমেলো শট খেলে বেঁচে গিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ৭১ বলে ৪ বাউন্ডারিতে ৩৪ রান করে লেগস্পিনার আবরার আহমেদের বলে আউট হন।
এরপর মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান আর কোনো সুযোগ দেননি পাক বোলারদের। তারা অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। মুশফিক ২২ ও সাকিব ২১ রানে অপরাজিত থাকেন।
এবারই প্রথমবারের মতো ঘরের মাঠে হোয়াইটওয়াশ হলো পাকিস্তান। যদিও এর আগে অনেকবার প্রতিপক্ষদের সুযোগ ছিল, কিন্তু বাংলাদেশ প্রথম দল হিসেবে পাকিস্তানকে তাদের ঘরের মাঠে এমন পরাজয়ের স্বাদ দিল।
বিশ্বের ৪ নম্বর টেস্ট দল পাকিস্তান। আইসিসি র্যাঙ্কিংয়ের সেরা পাঁচের মধ্যে থাকা কোনো দলের বিপক্ষে এই প্রথম সিরিজ জিতল বাংলাদেশ। যদিও নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি।
m
mm
এটি বাংলাদেশের নবম সিরিজ জয়। তবে দেশের বাইরে মাত্র তৃতীয়। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ এবং ২০২১ সালে জিম্বাবুয়ে সফরে সিরিজ জিতেছিল বাংলাদেশ।
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এই প্রথম সিরিজ জিতেছে বাংলাদেশ। আগের দুই টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে ২ ড্র এবং ১টি জয় পেয়েছিল। এবার সবমিলিয়ে ৩ ম্যাচ জিতেছে বাংলাদেশ।
0 Comments