এমডি ‘নিখোঁজ’, কেন্দ্রীয় ব্যাংককে জানালেন ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান

এমডি ‘নিখোঁজ’, কেন্দ্রীয় ব্যাংককে জানালেন ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান


 ইউনিয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ বি এম মোকাম্মেল হক চৌধুরী আজ বুধবার ব্যাংকে উপস্থিত হননি। তাঁর বাসায় গিয়েও কর্মকর্তারা তাঁকে পাননি। ব্যাংকের এমডি নিখোঁজ থাকার বিষয়ে বাংলাদেশ ব্যাংককে অবহিত করেছেন ব্যাংকটির চেয়ারম্যান মো. ফরিদউদ্দীন আহমদ।

আজ ইউনিয়ন ব্যাংকের পরিচালনা পর্ষদের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের এক সভায় এই বিষয়টি উঠে আসে। সভায় জানানো হয়, পূর্বনির্ধারিত বৈঠকে যোগ দিতে এমডিকে পাওয়া যায়নি। সূত্রগুলো বিষয়টি নিশ্চিত করেছে।

m mm

এমডি নিখোঁজের ঘটনায় পুলিশে সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেওয়া হয়েছে ব্যাংকটিকে। পাশাপাশি নতুন কাউকে ভারপ্রাপ্ত এমডি হিসেবে দায়িত্ব দেওয়ার পরামর্শও এসেছে। কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকের পরিচালকদের আমানতকারীদের স্বার্থে সক্রিয় হওয়ার আহ্বান জানায়, তবে পরিচালকেরা জানান, তাঁরা দায়িত্ব নিলেও ব্যাংকের প্রকৃত অবস্থা সম্পর্কে এখনো অবগত নন।

ইউনিয়ন ব্যাংকের মালিকানা বিতর্কিত এস আলম গ্রুপের হাতে ছিল, এবং ব্যাংকটির ১৮ হাজার কোটি টাকার ঋণের ৬৪ শতাংশ এস আলম গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠান নিয়েছে। আজকের সভায় জানানো হয়, এমডি অফিসে না আসায় তাঁর বাসায় লোক পাঠানো হয়, কিন্তু তাঁকে পাওয়া যায়নি এবং বাসাটি তালাবদ্ধ ছিল।

m mm

এর আগে সকালে, এ বি এম মোকাম্মেল হক চৌধুরী ও তাঁর স্ত্রী নাজনীন আকতারের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত করা হয়। একই সঙ্গে তাঁদের মালিকানাধীন প্রতিষ্ঠানের হিসাবও ৩০ দিনের জন্য স্থগিত করা হয়েছে।

প্রথম আলোর প্রতিবেদনে উঠে আসে, গ্রাহকেরা টাকা তুলতে না পারলেও মোকাম্মেল হক তাঁর বেতনের ১ কোটি ৫৩ লাখ টাকা তুলে নিয়েছেন। ২ ও ৩ অক্টোবর তিনি এই অর্থ উত্তোলন করেন। এর আগেও তিনি কিছু অর্থ তুলে নিয়েছিলেন।

m mm

ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের ধারাবাহিকতায় বেশ কয়েকটি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়, যার মধ্যে ইউনিয়ন ব্যাংকও রয়েছে।

Post a Comment

0 Comments