"দুঃশাসনের মাধ্যমে জাতিকে নিঃশেষ করা হয়েছে: ছাত্রশিবির"

 "দুঃশাসনের মাধ্যমে জাতিকে নিঃশেষ করা হয়েছে: ছাত্রশিবির"


বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম মন্তব্য করেছেন যে, "দুঃশাসন, নির্যাতন ও নিপীড়নের মাধ্যমে আমাদের জাতিকে নিঃশেষ করা হয়েছে।" সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের উদ্যোগে শহীদ আবরার ফাহাদের ৫ম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন। ঢাবি শাখার সভাপতি সাদিক কায়েমের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

ff f

মঞ্জুরুল ইসলাম বলেন, "আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলার কারণে আবরার ফাহাদকে ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী ‘শিবির ট্যাগ’ দিয়ে রাতভর নির্যাতনের পর হত্যা করে। দুঃশাসন, নির্যাতন ও নিপীড়নের ফলে জাতি নিঃশেষ হয়ে গেছে, কিন্তু এর মধ্য দিয়েই আধিপত্যবাদ ও ফ্যাসিবাদ বিরোধী চেতনার উত্থান ঘটেছে এবং নিপীড়নের বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। আজকের নতুন বাংলাদেশ সেই সংগ্রামেরই ফল। জুলাই বিপ্লবের প্রেক্ষাপট তৈরি হয়েছে ধারাবাহিক ঘটনার মাধ্যমে, যার অন্যতম নায়ক ছিলেন শহীদ আবরার ফাহাদ।"


সভাপতি সাদিক কায়েম বলেন, "শহীদ আবরার ফাহাদ আমাদের জাতীয় ঐক্যের প্রতীক। যারা আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, তারাই ফ্যাসিস্ট শক্তির লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষাকারীরা বারবার হত্যার শিকার হয়েছেন। আবরার হত্যার দায় শুধু ঘাতকদের নয়, তাদেরও যারা ছাত্রশিবিরের সঙ্গে যুক্ত থাকলেই নিপীড়ন বৈধ মনে করেছে।"

f ff

এ সভায় আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের ঢাবি শাখার অফিস সম্পাদক ইমরান হোসাইন, ছাত্র আন্দোলন ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম, এবং স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক আব্দুল্লাহ আল আমীন প্রমুখ।

Post a Comment

0 Comments