অধিনায়ক শান্তও দলকে বিপদে ফেলে ফিরলেন

 

অধিনায়ক শান্তও দলকে বিপদে ফেলে ফিরলেন


৬ রানে ২ উইকেট হারানোর পর লিটন এবং শান্ত মিলে জুটি গড়ার চেষ্টা করছিলেন। তবে পাওয়ার প্লের শেষ ওভারে দলকে বিপদে ফেলে ফিরে গেলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

এবার ফিরলেন তামিম, শুরুতেই চাপে বাংলাদেশ

সৌম্যের পর এবার ফিরে গেলেন আরেক ওপেনার তানজিদ হাসান তামিম। ১২৫ রান তাড়া করতে নেমে ৬ রানে ২ ওপেনারকে হারিয়ে শুরুতেই চাপে পড়লো বাংলাদেশ।

শুরুতেই উইকেট ছুড়ে দিলেন সৌম্য

১২৫ রান তাড়া করতে নেমে তৃতীয় বলেই উইকেট হারালো বাংলাদেশ। উইকেট ছুড়ে দিলেন সৌম্য সরকার।

বাংলাদেশের লক্ষ্য ১২৫ রান

প্রথম ৬ ওভারে শ্রীলঙ্কা ৫৩ রান তুলে ঝড়ো শুরু পেয়েছিল। তবে এরপর দারুণভাবে কামব্যাক করেছে বাংলাদেশ। ২০ ওভার শেষে ৯ উইকেট নিয়ে লঙ্কানদের ১২৪ রানে আটকে রেখেছে টাইগাররা। বাংলাদেশের হয়ে মোস্তাফিজুর রহমান এবং রিশাদ হোসেন নেন ৩টি করে উইকেট। এছাড়া তাসকিন আহমেদ ২টি এবং তানজিম হাসান সাকিবের শিকার ১টি উইকেট।

এবার ফিরলেন ম্যাথুস

দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে অ্যাঞ্জেলো ম্যাথুসকে ফেরালেন তানজিম হাসান সাকিব।

মোস্তাফিজের তৃতীয় শিকার

টানা দুই বল ডট যাওয়ার পর মোস্তাফিজকে তাড়া করতে যান মাহেশ থিকসানা। এজড হয়ে থার্ডম্যানে উড়ে গেলে সেটা তালুবন্দি করেন তানজিম হাসান সাকিব। ম্যাচে এটা ফিজের তৃতীয় শিকার।

উইকেট নিয়ে কোটা শেষ করলেন তাসকিন

৪ ওভারের কোটার শেষ বলে দাশুন শানাকে ফেরালেন তাসকিন আহমেদ।

Post a Comment

0 Comments