শিক্ষার্থীদের অধিকারকে গুলিতে দমিয়ে দিতে চাচ্ছে সরকার: জামায়াত

শিক্ষার্থীদের অধিকারকে গুলিতে দমিয়ে দিতে চাচ্ছে সরকার: জামায়াত


বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন যে, সরকার ছাত্র-ছাত্রীদের গণতান্ত্রিক অধিকারকে বন্দুকের গুলিতে দমন করতে চাচ্ছে। মঙ্গলবার, পুলিশের গুলিতে সারাদেশে ৫ জন নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশ ও ছাত্রলীগের হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এক বিবৃতিতে তিনি এই অভিযোগ করেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, "রাজধানী ঢাকাসহ সারাদেশে আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের ওপর পুলিশ নির্বিচারে গুলি চালিয়েছে। ছাত্র-ছাত্রীদের ওপর হামলায় একযোগে অংশ নিয়েছে পুলিশ, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা। সরকার ছাত্র-ছাত্রীদের গণতান্ত্রিক অধিকারকে বন্দুকের গুলিতে দমিয়ে দিতে চাচ্ছে, যা কোনো সমাধান নয়। আমরা শুরু থেকেই বলে আসছি আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের দাবিসমূহের যৌক্তিকতা বিবেচনা করে সুষ্ঠু সমাধান করার জন্য। কিন্তু সরকার তা না করে প্রথমে আদালতের মাধ্যমে এবং এখন দলীয় সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে এবং আইনশৃঙ্খলা বাহিনী ব্যবহার করে আন্দোলন দমিয়ে দিতে চাচ্ছে।"

তিনি আরও বলেন, "আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের ওপর ছাত্রলীগ ও পুলিশের হামলায় সারা বাংলাদেশ আজ রক্তাক্ত হয়েছে। কোটা সংস্কার আন্দোলনের ঘটনায় এ পর্যন্ত সারাদেশে ৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে চট্টগ্রাম কলেজের ছাত্র মো. ওয়াসিম এবং দোকান কর্মচারী মো. ফারুকসহ চট্টগ্রামে ৩ জন, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাঈদ এবং রাজধানীতে ঢাকা কলেজের সামনে ১ জন যুবক নিহত হয়েছেন। সারাদেশেই আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের ওপর পুলিশ রাবার বুলেট ও কাঁদানি গ্যাস নিক্ষেপ করেছে।"

এছাড়া, তিনি বলেন, "এসব নির্মম হত্যাকাণ্ডসহ সারাদেশে পুলিশ ও ছাত্রলীগের হামলা এবং গুলিতে নিহত হওয়ার পাশাপাশি আরও কয়েকশত ছাত্র-ছাত্রী এবং সাধারণ জনতা আহত হয়েছেন। পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা বিরল। এসব চরম অন্যায়, অনাকাঙ্ক্ষিত ও বাড়াবাড়ি ছাড়া আর কিছুই নয়। আমি এসব হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।"

তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে তাদের পরিবার-পরিজন ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি আহতদের সুচিকিৎসার ব্যবস্থা এবং নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। সেই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং আন্দোলনকারীদের যৌক্তিক দাবির সুষ্ঠু সমাধানের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

Post a Comment

0 Comments