বৃহস্পতিবার সারা দেশে কোটাবিরোধীরা ‘সম্পূর্ণ শাটডাউন’ ঘোষণা করেছেন।
শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের প্রতিবাদে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতিক্রিয়া এবং সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে আগামীকাল বৃহস্পতিবার সারা দেশে ‘সম্পূর্ণ শাটডাউন’ ঘোষণা করা হয়েছে।
বুধবার (১৭ এপ্রিল) রাত পৌনে ৮টায় ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর অন্যতম সমন্বয়কারী আসিফ মাহমুদ তার ফেসবুক পোস্টে এ কর্মসূচি ঘোষণা করেন।
এতে উল্লেখ করা হয়, শুধুমাত্র হাসপাতাল ও জরুরি সেবা ব্যতীত কোনো প্রতিষ্ঠানের দরজা খুলবে না, এবং অ্যাম্বুলেন্স ব্যতীত সড়কে কোনো গাড়ি চলবে না।
সারা দেশের সব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদরাসা শিক্ষার্থীদের এই কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।
0 Comments