৬০ বছর আগে শুরু হওয়া দেখা থেকে প্রেম, ৯০-এর দশকে এসে সেই প্রেম পরিণতি পেলো বিবাহে।"

"৬০ বছর আগে শুরু হওয়া দেখা থেকে প্রেম, ৯০-এর দশকে এসে সেই প্রেম পরিণতি পেলো বিবাহে।"

 

Here’s a rewritten version of the passage:

কেনিয়ার ৯৫ বছর বয়সী ইব্রাহিম এমবঙ্গো সম্প্রতি ৯০ বছর বয়সী তাঁর পুরোনো প্রেমিকা তাবিথা ওয়াঙ্গুইকে বিয়ে করেছেন। এই দম্পতির প্রথম দেখা হয়েছিল প্রায় ৬০ বছর আগে, তখন থেকেই তাঁদের মধ্যে প্রেমের সূচনা হয়। কিন্তু নানা কারণে তখন তাঁরা বিয়ে করতে পারেননি। অবশেষে, জীবনের সায়াহ্নে এসে তাঁদের প্রেম পূর্ণতা পেলো বিবাহের মাধ্যমে।

গত রোববার, কেনিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মুকুরউইনির একটি গির্জায় খ্রিস্টান রীতিতে তাঁদের বিয়ে হয়, যা নাইরোবি থেকে তিন ঘণ্টার পথ। বিয়ের পর ইব্রাহিম জানান, ‘আমরা ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি যে খ্রিস্টান রীতিতে বিয়ে করলে তা আরও অর্থবহ হবে। যদিও কিকুইউ রীতি অনুযায়ী আমাদের বিয়ে বৈধ, তবুও আমরা গির্জায় বিয়ের সিদ্ধান্ত নিয়েছি কারণ আমরা খ্রিস্টান ধর্ম পালন করি।’

mm23255749m

বিয়ের দিন ইব্রাহিম পরেছিলেন ধূসর রঙের স্যুট ও রুপালি টাই, আর তাবিথার পরনে ছিল সাদা পোশাকের ওপর ক্রিম রঙের জ্যাকেট এবং মাথায় ছিল সাদা হ্যাট।

তাঁদের দীর্ঘ সম্পর্কের গোপন রহস্য সম্পর্কে জানতে চাইলে তাবিথা বলেন, একে অপরকে সম্মান করা এবং ভুল-বোঝাবুঝি এড়িয়ে চলা খুবই গুরুত্বপূর্ণ। তবুও যদি ভুল হয়, তাহলে সঙ্গীর কাছে ক্ষমা চাওয়া উচিত।

Post a Comment

0 Comments