প্রগতি স্মরণীর রাস্তায় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বেষ্টনীর কাজ চলছে।
রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক প্রগতি স্মরণীর কুড়িল থেকে রামপুরা পর্যন্ত রাস্তার মাঝের বেষ্টনীর কাজ করছে জামায়াতে ইসলামীর গুলশান থানা। আজ দুপুরে সরেজমিনে দেখা যায়, কোটা সংস্কার আন্দোলনের সময় সবচেয়ে ক্ষতিগ্রস্ত প্রগতি স্মরণীর সড়কের মাঝের লোহার বেষ্টনীগুলো খুলে ফেলা হয়েছিল, যার কারণে লোকজন এলোমেলোভাবে রাস্তা পার হচ্ছিল। এ সমস্যার সমাধানে জামায়াতে ইসলামীর সদস্যরা বাঁশ ও প্লাস্টিকের রশি দিয়ে অস্থায়ী বেষ্টনী তৈরি করছে।
গুলশান থানার কর্মপরিষদ সদস্য আব্দুল মোতালেব মঈন জানান, “আমরা বাঁশ ও প্লাস্টিকের রশি দিয়ে অস্থায়ী বেষ্টনী তৈরি করছি যাতে লোকজন এলোমেলোভাবে রাস্তা পার হতে না পারে। প্রতিদিন আমরা ফজরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করি। গত দুই দিনে বাড্ডা থেকে নতুন বাজার পর্যন্ত বেষ্টনী তৈরি করতে সক্ষম হয়েছি।”
মঈন আরও জানান, “আশা করি আগামী দুই দিনের মধ্যে রামপুরা ব্রিজ থেকে কুড়িল পর্যন্ত বেষ্টনী সম্পন্ন করতে পারব। আমাদের দেশের সম্পদ রক্ষা এবং শান্তি বজায় রাখা আমাদের সকলের দায়িত্ব।”

0 Comments