এস আলমের ছয় ব্যাংকে ৫ কোটির বেশি ঋণ প্রদানের জন্য অনুমতি নিতে হবে।

এস আলমের ছয় ব্যাংকে ৫ কোটির বেশি ঋণ প্রদানের জন্য অনুমতি নিতে হবে।

 

ক্ষমতার পরিবর্তনের পর ব্যবসায়িক গোষ্ঠী এস আলম গ্রুপের মালিকানাধীন ছয়টি শরিয়াহভিত্তিক ব্যাংক—ইসলামী ব্যাংকসহ—ঋণ প্রদানের ক্ষেত্রে সীমা নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া এসব ব্যাংক পাঁচ কোটি টাকার বেশি ঋণ দিতে পারবে না।

সোমবার কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ থেকে ব্যাংকগুলোকে এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে, যা বাংলাদেশ ব্যাংক এবং সংশ্লিষ্ট ব্যাংকগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন।

নির্দেশনা প্রাপ্ত ব্যাংকগুলো হল: ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং কমার্স ব্যাংক।

mm23255749m

আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর পরিবর্তিত পরিস্থিতিতে এই ব্যাংকগুলো থেকে এস আলম গ্রুপের বিপুল ঋণ গ্রহণে অনিয়ম ও বেআইনি সুবিধা নেওয়ার তথ্য সামনে আসে। এ সময় ইসলামী ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংকের পর্ষদ থেকে এস আলমসহ অন্যদের সরিয়ে দেওয়ার জন্য বিক্ষোভও হয়।

এই পরিস্থিতিতে, নতুন গভর্নর আহসান মনুসর দায়িত্ব গ্রহণের কয়েক দিনের মধ্যেই বাংলাদেশ ব্যাংক এই ঋণ বিতরণের সীমা নির্ধারণের সিদ্ধান্ত নেয়।

চিঠিতে আরও বলা হয়েছে, যেসব প্রতিষ্ঠানের কাছে ঋণ বকেয়া রয়েছে, তা নগদ আদায় না হওয়া পর্যন্ত নবায়ন করা যাবে না।

“কৃষি বিনিয়োগ, চলতি মূলধন, সিএমএসএমই খাতে প্রদেয় বিনিয়োগ, প্রণোদনা প্যাকেজের আওতায় প্রদেয় বিনিয়োগ, নিজ ব্যাংকে রক্ষিত এফডিআর এর বিপরীতে এসওডি, এবং শতভাগ নগদ মার্জিনের বিপরীতে বিনিয়োগপত্র ও অন্যান্য পরোক্ষ বিনিয়োগ সুবিধা ব্যতীত অন্য কোনো বিনিয়োগ সুবিধা দেওয়া যাবে না।”

mm23255749m

এছাড়াও, অন্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের বিদ্যমান কোনো বিনিয়োগ অধিগ্রহণ করা যাবে না, এবং ব্যাংকের শীর্ষ ২০ বিনিয়োগ গ্রহীতার বিনিয়োগ আদায়ের তথ্য মাসিক ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকে দাখিল করতে হবে।

গত বুধবার গভর্নরের দায়িত্ব নেওয়ার পর, আহসান এইচ মনসুর সাংবাদিকদের বলেছিলেন যে দুর্বল ব্যাংকগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে এবং এসব ব্যাংকে অডিটের মাধ্যমে দুর্বলতা নির্ণয় করা হবে। তার বক্তব্যের পাঁচ দিনের মধ্যেই এই নির্দেশনা জারি করা হলো।

Post a Comment

0 Comments