ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘গণবিয়ে’ আয়োজনের জন্য কোনো অনুমতি নেই।
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থীদের উদ্যোগে 'গণবিয়ে' আয়োজনের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত পদক্ষেপ নেয় এবং জানায় যে, ক্যাম্পাসে এ ধরনের আয়োজনের কোনো অনুমতি দেওয়া হয়নি। হলটির প্রাধ্যক্ষ অধ্যাপক ড. ফারুক শাহও একই মন্তব্য করেন।
ff f
সোমবার (১৬ সেপ্টেম্বর) তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, "গণবিয়ের আয়োজন বা এমন কিছু হওয়ার জন্য কেউ আনুষ্ঠানিকভাবে অনুমতি চাইতে আসেনি, কিংবা এ বিষয়ে আমাদের সাথে কোনো আলোচনা হয়নি। তাই প্রশাসনের পক্ষ থেকে এর কোনো সম্পৃক্ততা নেই।"
অধ্যাপক ড. ফারুক শাহ বলেন, "মিডিয়ার মাধ্যমে কয়েকদিন আগে এ বিষয়ে জানতে পারি। পরে খোঁজ নিয়ে দেখি, এক শিক্ষার্থী তার ব্যক্তিগত মতামত প্রকাশ করেছেন, যা তার অধিকার। তবে হলের শৃঙ্খলা কমিটির সভায় আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি, আমরা এমন কোনো কর্মকাণ্ডের অনুমতি দেব না, বিশেষ করে এটি একটি আবাসিক হল হওয়ায় এখানে এ ধরনের আয়োজনের সুযোগ নেই।"
ff f
একই দিন বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, "ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে গণবিয়ের খবর সামাজিক যোগাযোগমাধ্যম এবং কিছু গণমাধ্যমে প্রচারিত হয়েছে। তবে এ ধরনের কোনো আয়োজনের অনুমোদন কর্তৃপক্ষ থেকে কাউকে দেওয়া হয়নি, এবং কেউ আনুষ্ঠানিকভাবে আমাদের অবহিতও করেনি।"

0 Comments