আ.লীগ নেতারা আমাদের ভোগের বস্তু হিসেবে দেখত: মহিলা লীগ নেত্রী

আ.লীগ নেতারা আমাদের ভোগের বস্তু হিসেবে দেখত: মহিলা লীগ নেত্রী


 **আওয়ামী লীগ নেতারা সবসময় নারীদের ভোগ্যপণ্য হিসেবে দেখত: যুব মহিলা লীগ নেত্রীর অভিযোগ**


ব্রাহ্মণবাড়িয়া যুব মহিলা লীগের সহ-সভাপতি উম্মে হানি সেতু সম্প্রতি একটি ভাইরাল হওয়া ভয়েস রেকর্ডে দাবি করেছেন, আওয়ামী লীগ নেতারা দলের নারীদের সবসময় ভোগের পণ্য হিসেবে দেখেছেন। এই রেকর্ডে তিনি বলেন, "দল করেছি, কিন্তু কখনও সম্মানজনক জায়গায় রাখেনি। নেতারা বাঁকা দৃষ্টিতে তাকাতেন, কেন তাকাতেন তা বুঝতাম। সুন্দরী ছিলাম বলে নেতাদের দৃষ্টি ছিল অন্যরকম। তারা আমাদের বোনের মতো সম্মান দেয়নি, বরং ভোগের পণ্য মনে করত। যেসব নারীর শরীরে হাত দিতে পারত, তাদেরকেই ভালো পদ দেওয়া হতো।"

সেতু আরও বলেন, "আমার নামে তিনটি মামলা হয়েছে, অথচ অনেক সিনিয়র নেত্রীর নামে কোনো মামলা হয়নি। আমার ১৬ মাসের একটি ছোট সন্তান রয়েছে, যার কথা কেউ চিন্তাও করেনি। ঢাকায় পড়ে আছি, কেউ খোঁজও নেয় না আমার পরিবারের কী অবস্থা।"


তিনি অভিযোগ করেন, "বাংলাদেশ আওয়ামী লীগ ধ্বংসের পথে, আর এর পেছনে দলে থাকা কিছু নোংরা নেতাদের ভূমিকা রয়েছে। কেন্দ্রীয় নেতাদের আচরণ আরও নোংরা, তারা নায়িকাদের নিয়ে ফূর্তি করে। এই ধরনের কাজের জন্য আওয়ামী লীগের ওপর গজব নেমে এসেছে।"


ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের নেতারা জানান, সেতুর এই ক্ষোভের ভয়েস রেকর্ড একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করার পর ফাঁস হয়ে যায়। তবে উম্মে হানি সেতু দাবি করেন, "আমি কোনো বক্তব্য দিইনি। প্রমাণ করতে পারলে সেটা দেখান।"

f ff

এর আগে, ৫ আগস্ট আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর দলটির অনেক নেতা দেশ ত্যাগ করেছেন, এবং তৃণমূল থেকে নেতাদের নামে একের পর এক মামলা করা হচ্ছে।

Post a Comment

0 Comments