রপ্তানি বন্ধ, তবুও ইলিশের দাম কেন কমছে না?
ভারতে ইলিশ রপ্তানি না করার সিদ্ধান্তের পর সামাজিক মাধ্যমে ইলিশের দাম কমার খবর দেখে অনেকেই বাজারে গিয়ে বিভ্রান্ত হচ্ছেন। দেশের জিআই (ভৌগোলিক নির্দেশক) পণ্যটির উচ্চমূল্য নিয়ে হতাশাও প্রকাশ করছেন ক্রেতারা।
ভার্চুয়াল দুনিয়া থেকে বাস্তবের বাজার পর্যন্ত, ইলিশের দাম নিয়ে কৌতূহল লক্ষ্যণীয়। ক্রেতারা বিক্রেতাদের কাছে দাম নিয়ে প্রশ্ন করছেন, যা বিক্রেতাদের জন্য বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার জানিয়েছেন, ভারতে ইলিশ রপ্তানি বন্ধ থাকলেও দেশের ভেতরে মাছটির দাম এখনও কমেনি। ক্রেতারা বলছেন, "রপ্তানি বন্ধ হলেও দাম কমেনি, আমরা বাজারে এসে সমস্যায় পড়ছি," যেমনটি ঢাকার হাতিরপুল বাজারের এক ক্রেতা জানিয়েছেন।
বিক্রেতারা পাল্টা অভিযোগ করেন, "ফেসবুক-ইউটিউবে দাম কমার কথা শুনে ক্রেতারা এসে আমাদের ব্যবসা নষ্ট করছেন।"
বাজারে ইলিশের দাম না কমার মূল কারণ হিসেবে যোগানের ঘাটতিকে দায়ী করছেন ব্যবসায়ীরা। চাঁদপুরের আড়তগুলোতে ছোট আকারের ইলিশের দাম প্রতি মণে ২৫ হাজার টাকা। বড় আকারের মাছের দাম আরও বেশি, যা ক্রেতার কাছে পৌঁছাতে আরও বেড়ে যায়।
ff f
যদিও ইলিশ ধরার মৌসুম চলছে, তবুও সরবরাহ আগের বছরের তুলনায় অনেক কম। ব্যবসায়ীরা বলছেন, গত বছর যেখানে ৭০০-৮০০ মণ ইলিশ আসত, এ বছর তা নেমে এসেছে ২০০-২৫০ মণে। পর্যাপ্ত সরবরাহ না থাকায় ইলিশের দাম কমার কোনো সুযোগ নেই বলে জানান সংশ্লিষ্টরা।

0 Comments