ভারতের সঙ্গে নীরবতার যুগ শেষ

ভারতের সঙ্গে নীরবতার যুগ শেষ


 "নদীর পানি কেবল রাজনীতির বিষয় নয়, এটি কূটনীতি ও অর্থনীতির সঙ্গেও জড়িত। আমি এখানে এসেছি সরকারের দৃষ্টিকোণ নয়, বরং জনগণের দৃষ্টিকোণ থেকে বিষয়টি দেখতে। ভারতের সঙ্গে সরকারি পর্যায়ে অতীতের কোনো নীরবতা বা নিষ্ক্রিয়তা থাকলে, সেই সময় শেষ। বন্যায় ক্ষয়ক্ষতির বিষয়টি ভারত এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে জানাতে হবে," মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

m mm

গতকাল ফেনীর পরশুরাম উপজেলার কালিকাপুর এলাকায় মুহুরী নদীর বাঁধের ভাঙনকবলিত অঞ্চল পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, "ভারতের সঙ্গে শুধু একটি নদী নিয়ে সমস্যা নয়, প্রায় সব অভিন্ন নদী নিয়ে জটিলতা রয়েছে। আমাদের ৫৪ বা ৫৭টি অভিন্ন নদী রয়েছে, কিন্তু আমরা এখনো সবগুলোর বিষয়ে চুক্তি করতে পারিনি। তিস্তার ক্ষেত্রেও তা হয়নি। বন্যার বিষয়ে আমরা যদি আরও কার্যকর পদক্ষেপ নিতে পারতাম, তাহলে ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব হতো। ফেনীতে প্রাণহানি কমানো যেত। এসব বিষয় আন্তর্জাতিক সম্প্রদায় ও উজানের দেশ ভারতকে জানানো প্রয়োজন।"

রিজওয়ানা হাসান আন্তর্জাতিক আইনের সুফল তুলে ধরে বলেন, "দুই দেশের উচিত মানবিক দৃষ্টিকোণ থেকে পানি ও দুর্যোগ ব্যবস্থাপনার বিষয়ে একসঙ্গে কাজ করা। বিষয়টি নিয়ে আমাদের দেশে রূপরেখা তৈরি হচ্ছে এবং বিশেষজ্ঞ মহলে আলোচনা চলছে। যদি আমরা চুক্তিতে পৌঁছাতে পারি, তাহলে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা সহজ হবে। ভবিষ্যতে দুই দেশকে চুক্তিতে স্বাক্ষর করতে হবে।"

m mm

তিনি আরও উল্লেখ করেন, "তিস্তা চুক্তির খসড়া তৈরি হলেও ভারত এখনো স্বাক্ষর করেনি। দীর্ঘদিনের সমস্যা সমাধানে সরকারিভাবে মাঠপর্যায়ে কাজ শুরু হয়েছে। এসব বিষয় আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরা সহজ হবে এবং জাতিসংঘে বিষয়গুলো পৌঁছানো হবে।"

সেই সময়ে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার, পুলিশ সুপার হাবিবুর রহমান, বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশেদ শাহরিয়ারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

mmm

পরে তিনি সোনাগাজী মুহুরী রেগুলেটর এবং ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে সাম্প্রতিক বন্যা পরিস্থিতি নিয়ে গণশুনানিতে অংশগ্রহণ করেন।

Post a Comment

0 Comments