**প্লট চেয়ে শেখ হাসিনাকে ‘মা’ বলে সম্বোধন, জয়ের লেখা চিঠি ভাইরাল**

**প্লট চেয়ে শেখ হাসিনাকে ‘মা’ বলে সম্বোধন, জয়ের লেখা চিঠি ভাইরাল** 


২০১৪ সালে ঢাকার পূর্বাচলে প্লট আবদার করে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘মা’ সম্বোধন করে চিঠি দিয়েছিলেন ‘৩০০ সেকেন্ড’ অনুষ্ঠানের উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। ঘটনাটি সে সময় ব্যাপক বিতর্কের জন্ম দেয়। সম্প্রতি সেই চিঠি আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যা পুরোনো বিতর্ককে নতুন করে উসকে দিয়েছে এবং একইসঙ্গে হাস্যরসেরও সৃষ্টি করেছে। চিঠিটি নিয়ে জয়ের কড়া সমালোচনা চলছে অনলাইনে।

mm m

চিঠিতে জয় শেখ হাসিনাকে উপমহাদেশের শ্রেষ্ঠ নেত্রী এবং আদর্শ ‘মা’ হিসেবে সম্বোধন করেন। তিনি লিখেছিলেন, “আপনার সুযোগ্য পুত্রের নামের আরেক পুত্র শাহরিয়ার নাজিম জয়ের সালাম রইল। আমি জয়, বাংলাদেশের একজন জনপ্রিয় নায়ক (টিভি ও চলচ্চিত্র)। আপনার দোয়ায় গত ১৭ বছর ধরে আমি টিভি পর্দায় ও সুস্থ চলচ্চিত্রে বিনোদনের অন্যতম উৎস হয়ে আছি।”

তিনি আরও লেখেন, “আপনি বাংলার মানুষের বিপদের বন্ধু, এবং আপনার নেতৃত্বের সাহসিকতা আমাদের আজীবন স্যালুট করার মতো। মা, আমার সমসাময়িক শিল্পীরা পূর্বাচলে প্লট পেয়েছেন, কিন্তু বিদেশে শুটিংয়ে থাকার কারণে আমি আবেদন করতে পারিনি। পরে ঝিলমিলে আবেদন করলেও লটারিতে পাইনি।”

m mm

চিঠির শেষে তিনি শেখ হাসিনার কাছে আবদার করেন, “মা, পূর্বাচলে একটি জমি আমার স্বপ্ন— আমার সন্তানের ভবিষ্যৎ। আমি জানি, আপনি আপনার এ সন্তানের আবদার ফিরিয়ে দেবেন না (ইনশাআল্লাহ)।”

তবে এই চিঠি প্রসঙ্গে শাহরিয়ার নাজিম জয়ের কোনো মন্তব্য এখনো পাওয়া যায়নি।

Post a Comment

0 Comments