মুন্নী সাহা বিডিআর বিদ্রোহের প্রসারে সহায়তা করেছেন: মঈ ইউ আহমেদ
বিডিআর বিদ্রোহের ঘটনায় উঠে এসেছে সাংবাদিক মুন্নী সাহার নাম। তৎকালীন সেনাপ্রধান জেনারেল (অব.) মঈন ইউ আহমেদ বলেছেন যে মুন্নী সাহার লাইভ নিউজ কভারেজের মাধ্যমে বিদ্রোহীরা অফিসারদের সম্পর্কে বিভিন্ন মিথ্যা ও ভুল তথ্য জনগণের কাছে তুলে ধরছিল। মঈন ইউ আহমেদের মতে, সাংবাদিক মুন্নী সাহা বিডিআর বিদ্রোহ ছড়িয়ে দিতে সাহায্য করেছেন।
গতকাল শুক্রবার মঈন ইউ আহমেদ নিজের ইউটিউব চ্যানেলে এসব মন্তব্য করেন। ১৫ বছরেরও বেশি সময় পর পিলখানার বিডিআর বিদ্রোহ নিয়ে মুখ খুলেছেন তিনি এবং এ সময় এটিএন নিউজের তৎকালীন সাংবাদিক মুন্নী সাহার ভূমিকা নিয়ে কথা বলেছেন।
মঈন ইউ আহমেদ বলেন, "পিলখানার ভেতরে কী ঘটছে, তা আমরা জানতাম না—কেবল গুলির আওয়াজ শুনছিলাম, যা ওই এলাকার চারপাশে ছড়িয়ে পড়ছিল। গোয়েন্দাদের কাছ থেকে কোনো তথ্য পাচ্ছিলাম না, কেবল ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা সেখানে লাইভ প্রোগ্রাম কাভার করছিলেন।"
f ff
তিনি আরও বলেন, "মুন্নী সাহা লাইভ কভারেজে বিদ্রোহীদের অফিসারদের সম্পর্কে মিথ্যা তথ্য ছড়ানোর সুযোগ করে দিয়েছিলেন, যার ফলে অফিসারদের সম্পর্কে একটি ভুল ধারণা তৈরি হয়েছিল। এছাড়া, বিডিআরের অন্যান্য ক্যাম্পেও এই বিদ্রোহ ছড়িয়ে দিতে তার রিপোর্টিং ভূমিকা রেখেছে।"

0 Comments