"ড. ইউনূস যাকে সরকার পতনের 'মাস্টারমাইন্ড' হিসেবে পরিচয় করালেন"

"ড. ইউনূস যাকে সরকার পতনের 'মাস্টারমাইন্ড' হিসেবে পরিচয় করালেন" 


সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের আয়োজিত ‘ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডারস স্টেজ’ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানে তিনি তার দীর্ঘদিনের বন্ধু বিল ক্লিনটনের সঙ্গে নানা বিষয়ে আলোচনা করেন এবং মঞ্চে উপস্থিত থাকা তিন সফরসঙ্গীর পরিচয় করিয়ে দেন।

নিউইয়র্কে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ড. ইউনূস তার বিশেষ সহকারী মাহফুজ আব্দুল্লাহকে সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলন ও পরবর্তীতে সরকার পতনের ‘মাস্টারমাইন্ড’ হিসেবে উল্লেখ করেন।

m mm

‘ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডারস স্টেজ’-এ বক্তব্য দেওয়ার সময় ড. ইউনূস বিগত সরকারের ছাত্র আন্দোলনের ওপর দমন-পীড়ন ও হত্যার কথা তুলে ধরেন। তিনি জানান, কিভাবে ছাত্ররা গুলির সামনে বুক পেতে দাঁড়িয়ে তাদের অধিকার আদায়ের সংগ্রাম চালিয়েছে।

গণঅভ্যুত্থান প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে ড. ইউনূস উপস্থিত দর্শকদের জানান, ওই আন্দোলনের কয়েকজন প্রতিনিধি মঞ্চে উপস্থিত আছেন। এরপর তিনি মাহফুজসহ তিনজনকে মঞ্চে ডেকে নেন। বিল ক্লিনটন তাদের নাম শুনে হাততালি দেন এবং উষ্ণ অভ্যর্থনা জানান।ড. ইউনূস বলেন, "এই তরুণরা অন্যদের মতো নয়। তারা নতুন পৃথিবী এবং নতুন বাংলাদেশ গড়তে প্রস্তুত। আমাদের সবাইকে তাদের সাহায্য করতে হবে, যেন তারা তাদের স্বপ্ন পূরণ করতে পারে।" তিনি বিল ক্লিনটনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, "আপনি আমাদের এই স্বপ্ন পূরণে সহযোগিতা করছেন।"

m mm

তিনি আরও বলেন, "তারা তাদের কাজ ও বক্তব্যের মাধ্যমে সারাদেশকে নাড়া দিয়েছে। তারা কখনও তাদের আদর্শ ও প্রতিশ্রুতি থেকে পিছপা হয়নি। এমনকি তারা বলেছে, 'আপনারা চাইলে আমাদের হত্যা করতে পারেন, কিন্তু আমরা আমাদের পথ থেকে সরব না।'"

ড. ইউনূস মাহফুজকে ‘গণঅভ্যুত্থানের মাস্টারমাইন্ড’ হিসেবে পরিচয় করিয়ে দিয়ে বলেন, যদিও মাহফুজ সবসময় বলে যে, সে একা ছিল না, আরও অনেকে ছিল। তবে সে-ই আন্দোলনের মূল পরিকল্পনাকারী হিসেবে পরিচিত।

আন্দোলনকে ‘সুশৃঙ্খল ও পরিকল্পিত’ উল্লেখ করে ড. ইউনূস বলেন, "এই আন্দোলন হঠাৎ করে ঘটেনি। এটি অত্যন্ত গোছানো ছিল এবং এর নেতৃত্ব কে দিচ্ছে, তা সাধারণ মানুষ জানতো না। ফলে কাউকে আটক করলেই আন্দোলন থেমে যাবে এমন পরিস্থিতি ছিল না।"

m mm

মাহফুজ আব্দুল্লাহকে নির্দেশ করে ড. ইউনূস বলেন, "তার কথা শুনলে যে কোনো তরুণ অনুপ্রাণিত হবে। তারা নতুন বাংলাদেশ গড়বে এবং তাদের সফলতার জন্য আমাদের প্রার্থনা করতে হবে।"

Post a Comment

0 Comments