এই ব্যাংকগুলোই ইসলামী ব্যাংকের ক্ষতি করেছে।

 এই ব্যাংকগুলোই ইসলামী ব্যাংকের ক্ষতি করেছে।

 

এই ব্যাংকগুলোই ইসলামী ব্যাংকের সর্বনাশ করেছে। ইসলামী ব্যাংকের বিভিন্ন ব্যাংকে আটকে থাকা টাকার পরিমাণ:

fff

- ফার্স্ট সিকিউরিটি: ৩০৪৩ কোটি টাকা

- ইউনিয়ন: ২৯৮২ কোটি টাকা

- এসআইবিএল: ১০১৭ কোটি টাকা

- গ্লোবাল ইসলামী: ৫৪৭ কোটি টাকা

- আভিভা ফাইন্যান্স: ৬৯০ কোটি টাকা


এই ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে ইসলামী ব্যাংক মেয়াদী আমানত হিসেবে মাত্র তিন মাসের জন্য এসব টাকা বিনিয়োগ করেছিল। কিন্তু বছর পার হলেও ইসলামী ব্যাংক সেই টাকা ফেরত পায়নি। এর ফলস্বরূপ ২০১৮ সালের ২৬ এপ্রিল তৎকালীন চেয়ারম্যান জনাব আরাস্ত খান পদত্যাগ করেন।

f ff

সম্প্রতি একটি পত্রিকার সাক্ষাৎকারে তিনি বলেন, "উচ্চ পর্যায়ের নির্দেশে ব্যাংকের দায়িত্ব নিয়েছিলাম, কিন্তু আমানতের টাকায় অনিয়ম করতে রাজি ছিলাম না। এস আলম গ্রুপ অন্য ব্যাংক থেকে টাকা নিয়ে গেলেও তা ফেরত দেয়নি। এ কারণেই আমি দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলাম।"

Post a Comment

0 Comments