পি কে হালদারের পথ অনুসরণ করে বিনা পুঁজিতে ব্যাংক দখল!

পি কে হালদারের পথ অনুসরণ করে বিনা পুঁজিতে ব্যাংক দখল!


 এস আলম গ্রুপ ইসলামী ব্যাংক দখল করে পি কে হালদারের মতোই কৌশল প্রয়োগ করেছে। আলোচিত পি কে হালদারের ফর্মুলা ছিল—ঋণ নিয়ে সেই টাকা দিয়ে ব্যাংকের শেয়ার কিনে মালিকানা অর্জন করা। এস আলম গ্রুপও একইভাবে ইসলামী ব্যাংকের তিনটি প্রতিষ্ঠানের নামে ৩ হাজার ৬ কোটি টাকা ঋণ নিয়ে সেই টাকায় শেয়ার কিনে ব্যাংকটির মালিকানা গ্রহণ করে। পরে আরও বিভিন্ন অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে ইসলামী ব্যাংকসহ সাতটি ব্যাংকের শেয়ার কেনে তারা।

mm m

২০১৪ সালে পি কে হালদার নামে-বেনামে কোম্পানি খুলে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের শেয়ার কিনেছিলেন এবং পরবর্তীতে এসব প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে বিপুল অর্থ সরিয়েছিলেন। একইভাবে ২০১৬ সালে এস আলম গ্রুপও ইসলামী ব্যাংক দখল করার জন্য বিভিন্ন কোম্পানি গঠন করে শেয়ার বাজার থেকে ব্যাংকটির শেয়ার ক্রয় করে। তারপর ঋণ নিয়ে ব্যাংকের শেয়ার কেনার এই ফর্মুলা ব্যবহার করে এস আলম গ্রুপ একের পর এক ব্যাংক অধিগ্রহণ করে।

m mm

ইসলামী ব্যাংক থেকে ঋণের নামে বিশাল অঙ্কের টাকা সরানোর পর গ্রুপটি দেশের বাইরেও কোম্পানি প্রতিষ্ঠা করে। এর ফলে সাতটি ব্যাংকের মালিকানায় চলে আসে এস আলম গ্রুপের হাতে, যাদের মধ্যে বেশিরভাগই বর্তমানে গ্রাহকের অর্থ ফেরত দিতে অক্ষম।

Post a Comment

0 Comments