ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামী বক্তা তাহেরীর গাড়িতে হামলা, আখাউড়ায় অবাঞ্ছিত ঘোষণা
ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামি বক্তা গিয়াস উদ্দিন তাহেরীর গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ সোমবার দুপুর আড়াইটার দিকে শহরের টি এ রোড এলাকায় এই ঘটনা ঘটে।
গিয়াস উদ্দিন তাহেরী প্রথম আলোকে জানান, "ভারতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ চলছে। আহলে সুন্নত ওয়াল জামাতের উদ্যোগে আজ বিকেল ৫টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করার কথা ছিল। তবে পুলিশ নিরাপত্তার শঙ্কার কথা জানিয়ে আমাদের অনুষ্ঠান স্থগিত করতে বলায় আমরা তা স্থগিত করি।" তিনি আরও বলেন, "আইনের প্রতি সম্মান দেখিয়ে আমরা বিষয়টি নতুন জেলা প্রশাসককে জানাতে চেয়েছিলাম। কিন্তু দুপুর আড়াইটার দিকে যখন আমরা ফকিরাপুল থেকে কাউতলী যাচ্ছিলাম, তখন জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার সামনে কিছু মাদ্রাসাছাত্র আমার গাড়িতে হামলা চালায় এবং ভাঙচুর করে। তারা আমাকে গাড়ি থেকে বের করার চেষ্টা করেছিল, তবে আমি সেখান থেকে কোনোমতে প্রাণে বেঁচে পালাতে সক্ষম হই।"
ff f
তিনি জানান, এ ঘটনার ব্যাপারে সদর থানায় অবহিত করেছেন এবং পুলিশকে সিসিটিভি ফুটেজ দেখতে বলেছেন। তাহেরীর অভিযোগ, "এটি পূর্বপরিকল্পিত হামলা ছিল। গতকাল রোববার থেকেই তারা ফেসবুকে হামলার পরিকল্পনা ছড়াচ্ছিল।"
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাফফর হোসেন বলেন, "গাড়িতে ঢিল নিক্ষেপে গাড়ির সামনের ও এক পাশের কাচ ভেঙেছে বলে তাহেরী জানিয়েছেন, তবে কে বা কারা করেছে, তিনি তা স্পষ্টভাবে বলতে পারেননি। লিখিত অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।"
ff f
এর আগে, আজ সকালে আখাউড়ায় হেফাজতে ইসলামের উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে গিয়াস উদ্দিন তাহেরী ও নাঈম নামে এক পীরকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
0 Comments