কেউ শেখ হাসিনার নির্দেশিত গণহত্যা থেকে রেহাই পায়নি: গোলাম পরওয়ার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার মন্তব্য করেছেন যে, নারী-পুরুষ, শিশু-কিশোর—কেউ শেখ হাসিনার নির্দেশিত গণহত্যা থেকে রেহাই পায়নি।
রোববার রাজধানীর শনির আখড়ায় ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভা শেষে ছাত্র-জনতার আন্দোলনে নিহত ১৭ জন শহীদের পরিবারের মাঝে ৩৪ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়, প্রতি পরিবারকে ২ লাখ টাকা করে।
ff
f
গোলাম পরওয়ার বলেন, "ছাত্র-জনতার আন্দোলনে নারী-পুরুষ, শিশু-কিশোর কেউ শেখ হাসিনার নির্দেশিত গণহত্যা থেকে রেহাই পায়নি। এমনকি গর্ভবর্তী মায়েদেরও গুলি করে হত্যা করা হয়েছে পুলিশ ও ছাত্র লীগের সন্ত্রাসীদের দ্বারা। শেখ হাসিনার নির্দেশ ছিল যে কোনো মূল্যে তার ক্ষমতা ধরে রাখা, এমনকি লাখ লাখ মানুষকে হত্যা করে হলেও। কিন্তু তিনি জানেন না যে দেশের মানুষের বুকে গুলি চালিয়ে দেশ শাসন করা যায় না।"
তিনি আরও বলেন, "৩৬ দিনের মধ্যে ছাত্র-জনতার আন্দোলনের চাপে শেখ হাসিনা শুধু ক্ষমতা ছাড়তে বাধ্য হননি, দেশ ছেড়েও পালিয়ে গেছেন।"
ff
f
গোলাম পরওয়ার বলেন, "জামায়াত-শিবিরের নেতাকর্মীরা দেশ ছেড়ে পালায়নি, কারণ তারা আল্লাহকে ভয় করে এবং অন্যায়ের সঙ্গে কখনও আপোষ করেনি। তারা জনগণের সম্পদকে আমানত হিসেবে বিশ্বাস করে এবং দুর্নীতি বা চুরি করে না।"
সভায় ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুল সভাপতিত্ব করেন এবং যাত্রাবাড়ী-মাতুয়াইল থানা আমির মিজানুর রহমান মালেক সভা পরিচালনা করেন।
0 Comments