২২টি এফডিআরসহ ৮ কোটি টাকার সম্পদ উদ্ধার এস আলমের গৃহকর্মী মর্জিনাও এখন কোটিপতি!

 ২২টি এফডিআরসহ ৮ কোটি টাকার সম্পদ উদ্ধার  

এস আলমের গৃহকর্মী মর্জিনাও এখন কোটিপতি!


 বিতর্কিত ব্যবসায়ী এস আলম গ্রুপের মালিক সাইফুল আলমের গৃহকর্মী মর্জিনা আক্তারও এখন কোটিপতি। শীর্ষ ব্যবসায়ী এস আলমের গৃহকর্মী মর্জিনার নামে ৫ কোটি টাকার সম্পত্তিসহ বিপুল পরিমাণ সম্পদের তথ্য পাওয়া গেছে। গৃহকর্মী হলেও মর্জিনার নামে দু'টি ব্যাংক অ্যাকাউন্টে আড়াই কোটি টাকার লেনদেন হয়েছে। এছাড়া, তার নামে ২২টি এফডিআর-এ এক কোটি টাকার জমা খোঁজ মিলেছে। ইসলামী ব্যাংকের কর্মচারী হিসেবে পরিচয় দিয়ে মর্জিনা ও তার স্বামী সাদ্দাম হোসেন এ সম্পদ অর্জন করেছেন।

বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট (বিএফআইইউ) এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অনুসন্ধানে এই তথ্য প্রকাশ পায়। চট্টগ্রামের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের প্রবর্তক মোড় শাখায় মর্জিনার নামে ১ কোটি ৮৪ লাখ টাকার লেনদেন হয়েছে, তবে বর্তমানে তার হিসাবে মাত্র ৬০৫ টাকা রয়েছে। এছাড়া, ইসলামী ব্যাংকের পাঁচলাইশ শাখায় তার আরও একটি ব্যাংক অ্যাকাউন্ট পাওয়া গেছে, যেখানে আগস্ট মাসের প্রথম সপ্তাহে ৪ লাখ ৭০ হাজার টাকা স্থিতি ছিল।


এদিকে, ময়মনসিংহের ধোবাউড়ায় এস আলম গ্রুপের ৫ কোটি টাকার সম্পত্তি মর্জিনা ও তার স্বামীর নামে রয়েছে। এসব সম্পত্তি দিয়ে তারা মাছের খামারও পরিচালনা করছেন। অভিযোগ রয়েছে, এস আলমের প্রভাব কাজে লাগিয়ে তারা সরকারি জমি ও পুকুর দখল করেছেন। স্থানীয় প্রশাসন এসব অভিযোগ তদন্ত করছে।


ব্যাংক কর্মকর্তারাও বিস্মিত যে, একজন গৃহকর্মীর নামে কোটি টাকার লেনদেন এবং এফডিআর কীভাবে সম্ভব হলো। এনবিআর মর্জিনার ব্যাংক হিসাবগুলোতে জমা হওয়া অর্থের উৎস খতিয়ে দেখছে। অনেকেই মনে করছেন, এস আলমের বিশাল সম্পদের প্রেক্ষাপটে তার গৃহকর্মীর নামে এমন সম্পদ থাকা অস্বাভাবিক নয়।

rr r

এর আগে, স্বৈরাচারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিয়ন জাহাঙ্গীর আলমও ৪০০ কোটি টাকার মালিক হয়েছিলেন বলে সংবাদ সম্মেলনে স্বীকার করেছিলেন। সেই পরিপ্রেক্ষিতে এস আলমের গৃহকর্মীর নামে ৮ কোটি টাকার সম্পদ থাকা অনেকেই অস্বাভাবিক মনে করছেন না।

Post a Comment

0 Comments