ড. ইউনূস: আওয়ামী লীগের নেতাকর্মীরা নিশ্চুপ থাকবে না

ড. ইউনূস: আওয়ামী লীগের নেতাকর্মীরা নিশ্চুপ থাকবে না 


অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মন্তব্য করেছেন যে শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীরা চুপচাপ বসে থাকবে না।

তিনি বলেন, "তারা এতদিন শুয়ে শুয়ে স্বপ্নের মধ্যে আনন্দ সহকারে লুটপাট করে যাচ্ছিল। শিক্ষার্থীরা তাদের সেই স্বপ্ন ভেঙে দিয়েছে। তারা এখন চুপচাপ বসে থাকবে না। তোমাদের দুঃস্বপ্নের লুকিয়ে দেওয়ার জন্য তারা কঠোর চেষ্টা করবে। কিন্তু, যেটা শুরু করেছ, সেটা সমাপ্ত না হওয়া পর্যন্ত এখান থেকে বেরিয়ে যেও না।"

mm m

রবিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

ড. ইউনূস বলেন, "বাংলাদেশের জন্মের পর থেকে এ ধরনের সুযোগ আর আসেনি। যে সুযোগ তোমরা আমাদের হাতে তুলে দিয়েছ, তা যেন হাতছাড়া না হয়। যদি এই সুযোগ হাতছাড়া হয়, তাহলে বাংলাদেশ আর রাষ্ট্র হিসেবে টিকে থাকবে না। আমাদের লক্ষ্য হওয়া উচিত এটিকে একটি সম্মানিত রাষ্ট্রে পরিণত করা। তোমরা জাতির সামনে একটি স্বপ্ন নিয়ে এসেছ, যা আমরা অনেক দিন ধরে দেখিনি।"

শহীদ হওয়া ছাত্রদের স্মরণ করে তিনি বলেন, "যারা শহীদ হয়েছে, তারা আজ আমাদের সঙ্গে বসতে পারতো। কিন্তু সেই সুযোগ তাদের দেওয়া হয়নি। হাসপাতালে আহতদের দেখতে গেলে, তাদের দিকে তাকানো কঠিন হয়ে পড়ে।"

mmm

তিনি আরও বলেন, "একজন তরুণ আমাকে জিজ্ঞেস করেছিল, ‘স্যার, আমি কীভাবে আবার ক্রিকেট খেলবো?’ তার মাথা থেকে ক্রিকেট খেলার চিন্তা সরছে না। যখনই তাদের দেখি, মনে প্রশ্ন জাগে, এটাই কি আমরা চেয়েছিলাম?"

"আমি গতকাল একটি হাসপাতালে গিয়েছিলাম, একই দৃশ্য। তরুণ প্রাণ, অনেকের মাথার খুলি উড়ে গেছে, কারও শরীরে গুলি রয়ে গেছে। তারা বেঁচে আছে, কিন্তু সেই অবস্থায়।"

m mm

প্রধান উপদেষ্টা বলেন, "প্রতিবার এই দৃশ্য দেখি, নতুন করে প্রতিজ্ঞা করতে হয়, যে স্বপ্নের জন্য তারা প্রাণ দিয়েছে, সেই স্বপ্নকে আমরা বাস্তবায়ন করবো। এখান থেকে সরে যাওয়ার কোনো সুযোগ নেই।"

তিনি বলেন, "আমি যেসব দৃশ্য দেখেছি, তা হয়তো সবাই দেখেনি। যারা হাসপাতালে আসছেন, তারা হয়তো কিছুটা বুঝতে পারছেন। কিন্তু মানুষকে জানাতে হবে, বোঝাতে হবে, কী ভয়াবহ নৃশংসতা ঘটেছে।"

Post a Comment

0 Comments