ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নিয়ে বাইডেন-নেতানিয়াহুর ফোনালাপ

 ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নিয়ে বাইডেন-নেতানিয়াহুর ফোনালাপ


মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে কথা বলেছেন। হোয়াইট হাউস জানিয়েছে, এই আলাপের প্রধান বিষয় ছিল ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ এবং গোটা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি। তবে, ইরানের ওপর পূর্ণমাত্রার হামলার বিষয়ে বাইডেন এখনও কোনো সমর্থন দেননি। বাইডেন এবং নেতানিয়াহু প্রায় ৩০ মিনিট ধরে আলোচনা করেছেন, যা ছিল আগস্টের পর তাদের প্রথম ফোনালাপ। হোয়াইট হাউস এই সংলাপকে "সরাসরি" এবং "ফলপ্রসূ" বলে উল্লেখ করেছে, এবং জানিয়েছে বাইডেন ভবিষ্যতেও নেতানিয়াহুর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখবেন। এই আলোচনায় ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসও উপস্থিত ছিলেন। 

বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই ফোনালাপের পরপরই ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট ইরানকে উদ্দেশ্য করে কড়া হুঁশিয়ারি দেন। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে ইসরাইলের হামলা হবে "মারাত্মক, সুনির্দিষ্ট এবং বিস্ময়কর"। এই মন্তব্যের পর ইরান ও ইসরাইলের মধ্যে একটি সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা আরও বেড়ে গেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে বাইডেন ইরানের বিরুদ্ধে যুদ্ধের সমর্থনে এখনও রাজি নন। 


যুক্তরাষ্ট্রের দিক থেকে বলা হচ্ছে, বাইডেন মনে করেন ইরানের সঙ্গে ইসরাইলের পূর্ণাঙ্গ যুদ্ধ অপ্রয়োজনীয় এবং বিপজ্জনক হতে পারে। অন্যদিকে, ইসরাইল বিশ্বাস করে যে, ইরানকে মোকাবিলায় তাদের যথেষ্ট সামরিক শক্তি রয়েছে, এবং হিজবুল্লাহর বিরুদ্ধে সাম্প্রতিক সফল হামলাগুলো তাদের মনোবল বাড়িয়েছে। 


ইরান-সমর্থিত আঞ্চলিক গোষ্ঠীগুলোর সঙ্গে ইসরাইলের সংঘাত এখন এক বছর পেরিয়ে গেছে। সম্প্রতি, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর থেকেই ইসরাইল ইরানকে পাল্টা জবাব দেয়ার পরিকল্পনা করছে। যদিও বাইডেনের সমর্থন ছাড়াই ইসরাইল এ ধরনের পদক্ষেপ নিতে চাইছে না। বাইডেন স্পষ্টভাবে জানিয়েছেন যে তিনি ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা সমর্থন করেন না। 

f ff

বিশ্লেষকরা মনে করছেন, ইরান-ইসরাইল যদি সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে যুক্তরাষ্ট্রের ইসরাইলকে সমর্থন করা ছাড়া উপায় থাকবে না, যা মার্কিন সামরিক ব্যয়কে উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেবে। অন্যদিকে, ইরানের পক্ষে চীন ও রাশিয়া এগিয়ে এলে পুরো বিশ্বেই অস্থিতিশীলতা দেখা দিতে পারে।

Post a Comment

0 Comments