জামায়াত ৯ অক্টোবর সংস্কারের বিস্তারিত জাতির সামনে উপস্থাপন করবে।

জামায়াত ৯ অক্টোবর সংস্কারের বিস্তারিত জাতির সামনে উপস্থাপন করবে।


আগামী ৯ অক্টোবর বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রধান উপদেষ্টাকে দেওয়া সংস্কার প্রস্তাবের বিস্তারিত জাতির সামনে উপস্থাপন করবে। প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে আলোচনা শেষে দলটির আমীর ডা. শফিকুর রহমান এ কথা জানান। দুপুর সাড়ে ৩টার দিকে জামায়াতের নেতারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রবেশ করেন এবং সন্ধ্যা ৫টার আগে বেরিয়ে সাংবাদিকদের সামনে আসেন।

আলোচনার বিষয়ে ডা. শফিকুর রহমান বলেন, "আমরা দেশবাসীকে জানাতে চাই যে, ১৫ বছরের দুঃশাসন ও অপশাসনের পর ৫ আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে পরিবর্তন এসেছে, যা জনগণ স্বাগত জানিয়েছে। আমরা এ পরিবর্তনের নেতৃত্বদানকারী এবং যারা জীবন দিয়েছেন, তাদের সবাইকে দলের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। যারা নিহত হয়েছেন তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করছি এবং আহতদের সুচিকিৎসার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।"


তিনি আরও বলেন, "সাংবাদিকরা জাতির বিবেক, কিন্তু বিগত ১৫ বছরে তারা অনেক ক্ষেত্রে বাধ্য হয়েছেন মিথ্যা তথ্য প্রকাশ করতে। বিশেষ করে, বাংলাদেশ জামায়াতে ইসলামী সবচেয়ে বেশি হেনস্তার শিকার হয়েছে। তবে আমরা অতীতের কথা ভুলে গিয়ে, জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য কাজ করতে চাই। ন্যায়ের বিচারের মাধ্যমে যারা অপরাধ করেছে তাদের বিচার হওয়া উচিত, কিন্তু জুলুম নয়।"


ডা. শফিকুর রহমান আরও বলেন, "আমরা আজ দেশের প্রয়োজনেই এসেছি। এই সরকার অন্তর্বর্তীকালীন এবং তাদের কাজ হলো জাতিকে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়া। আমরা আশা করছি ৯ অক্টোবর আমাদের প্রস্তাবনাগুলো জাতির সামনে তুলে ধরতে পারবো। পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং ষড়যন্ত্র রোধে জনগণ ও সরকারের সহযোগিতার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়েছে।"

ff f

দলটির আমীর আরও জানান, "আসন্ন দুর্গাপূজার বিষয়ে আলোচনা হয়েছে, যেখানে জনগণ ও সরকারের অংশীদারিত্বের মাধ্যমে হিন্দু সম্প্রদায় শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করতে পারবে।" 


এ সময় জামায়াতের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন, তাদের মধ্যে নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান, ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, আ.ন.ম শামসুল ইসলাম এবং অন্যান্য কেন্দ্রীয় নেতারা।

Post a Comment

0 Comments