"এখন তোমরা কোথায়, কোন জঙ্গলে লুকিয়ে আছো?"
পতিত ও পালিয়ে যাওয়া সরকারের উদ্দেশে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, "তোমরা এখন কোথায়? কোন জঙ্গলে লুকিয়ে আছো? কোন গর্তে তোমাদের অবস্থান? বিভিন্ন জায়গায় পালাচ্ছো কেন? এ দেশ তো তোমাদের মার না বাবার দেশ! তোমরা না দেশের মালিক ছিলে? তো সেই মালিকেরা এখন কোথায় গেল? সাহস করে সামনে আসো। যারা এই জাতির ওপর অত্যাচার করেছে, তাদের সবার বিচার জাতি দেখতে চায়। আমরা কোনো পক্ষপাতদুষ্ট রাজনীতিবিদকে বিচারকের আসনে দেখতে চাই না, দুর্বৃত্তদেরও আর আদালতে চাই না। আমরা শুধু ন্যায়বিচার চাই।"
m
mm
তিনি আরও বলেন, "আমাদের দাবি, প্রত্যেক শহীদ পরিবারের অন্তত একজন সদস্যকে সম্মানজনক চাকরি দিতে হবে। যারা লড়াইয়ে আহত হয়েছেন, তাদেরও যেন সম্মানজনক চাকরির ব্যবস্থা করা হয়। এরা কারো করুণার পাত্র হয়ে থাকবে না, বরং জাতির দায়িত্ব এখন তাদের সম্মানিত করা। আমরা কোনো দলীয় বা ধর্মীয় বিভাজন চাই না। জাতি হিসেবে আমাদের ঐক্যবদ্ধ থাকা উচিত। রাজনীতিতে কোনো ব্রাহ্মণতন্ত্র চলবে না। আমরা সবাই সমান, এবং আইন সবার জন্য সমান হওয়া উচিত।"
m
mm
তিনি আরও বলেন, "যারা পালিয়েছে বা লুকিয়ে আছে, তাদের কোনো অবিচার আমরা চাই না, তবে যে যার প্রাপ্য শাস্তি যেন পায়। যার ফাঁসি হওয়ার কথা, সে ফাঁসি পাক, আর যার যাবজ্জীবন শাস্তি পাওনা, তা যেন নিশ্চিত হয়। যারা বড় গলায় সবার জন্য সমান অধিকার দাবি করেছে, এখন তাদের সামনে এসে সেই সমান আইনের মুখোমুখি হতে হবে।"
m
mm
জামায়াতের আমীর এ সময় আরও বলেন, "আমরা শহীদদের কোনো দলীয় পরিচয়ে ভাগ করতে চাই না, তারা জাতির সম্পদ। শহীদ পরিবারগুলোর সম্মান রক্ষা করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। যারা অত্যাচারের শিকার হয়েও দেশ ছেড়ে পালানোর চেষ্টা করেনি, বরং হাসিমুখে ফাঁসির মঞ্চে দাঁড়িয়েছে, তাদের মর্যাদা ও সাহসকে জাতি চিরকাল স্মরণ করবে।"
0 Comments