"আমি ফেরারির মতো দৌড়াচ্ছি, সামনে কোনো ভবিষ্যৎ নেই," মন্তব্য ছাত্রলীগ নেতা।
কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা আজ রোববার নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীদের বর্তমান অবস্থা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদক মেহেদী হাসান মারুফ এতে তুলে ধরেছেন যে, ২৪ বছর বয়সী ফাহমি (ছদ্মনাম) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক প্রভাবশালী ছাত্রলীগ সদস্য, যিনি আগস্টের পর থেকে আত্মগোপনে আছেন।
m
mm
ছাত্রলীগ, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগের ছাত্রসংগঠন, ১৫ বছরের অধিক সময় ধরে প্রভাবশালী ছিল। কিন্তু আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বে একটি আন্দোলনের ফলে হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হয় এবং তিনি ভারতে পালিয়ে যান। পরে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ছাত্রলীগকে একটি ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করে নিষিদ্ধ করে।
m
mm
ফাহমি জানান, "কিছুদিন আগে আমি এখানে কর্তৃত্বের কণ্ঠস্বর ছিলাম। এখন আমি ফেরারির মতো ছুটছি, যার সামনে কোনো ভবিষ্যৎ নেই।" তিনি বলেন, হাসিনার আমলে বিক্ষোভকালে সরাসরি কোনো দমন-পীড়নে অংশ নেননি। তবে দলীয় বাধ্যবাধকতার কারণে নিজের মত প্রকাশে বাধা পেয়েছেন। পরিবারের সুরক্ষার অভাব অনুভব করেছেন এবং আওয়ামী লীগের আনুগত্যে থেকেও তিনি পরিবারের পাশে থাকতে পারেননি।
m
mm
ফাহমির মতো হাজারো শিক্ষার্থী আজও অনিশ্চয়তার মুখে আছেন, যা নতুন সরকারের শাসনকালে তাদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
0 Comments