ভারতে জামাইয়ের মতো সন্মান পাচ্ছে পলাতক খুনিরা!

ভারতে জামাইয়ের মতো সন্মান পাচ্ছে পলাতক খুনিরা!


 ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে স্বাধীনতাকামী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম (উলফা) নেতাদের (ভারতের মতে সন্ত্রাসী) বাংলাদেশে আশ্রয় দেওয়ার অভিযোগ ভারতের পক্ষ থেকে বহুদিন ধরেই ছিল। এ নিয়ে দেশটির উদ্বেগের অন্ত ছিল না। সেই উদ্বেগ কমাতে শেখ হাসিনা সরকার দিল্লির চাপে বন্দি বিনিময় চুক্তি করে উলফা নেতাদের ভারতের হাতে তুলে দিয়েছিল। অথচ এখন সেই ভারতেই জামাইয়ের মতো সন্মান নিয়ে অবস্থান করছে বাংলাদেশের প্রায় অর্ধশতাধিক পলাতক খুনি। ১৫ বছরের শাসনামলে লুট করা অর্থ দিয়ে তারা ভারতে বিলাসী জীবনযাপন করছে। দালালদের বিপুল পরিমাণ টাকা দিয়ে অবৈধভাবে সীমান্ত পার হয়ে তারা ভারতের বিভিন্ন রাজ্যে আশ্রয় নিচ্ছে। এদের মধ্যে প্রায় সবাই বাংলাদেশে একাধিক হত্যাকাণ্ডের মামলার আসামি। কেউ কেউ দলবদ্ধভাবে বাসা ভাড়া নিয়ে থাকছে, আবার কেউ হোটেলে অবস্থান করছে, সকালে-বিকেলে পার্কে ঘুরছে। 

m mm

এদিকে হিন্দুত্ববাদী ভারতের নরেন্দ্র মোদী সরকার, বাংলাদেশের বন্ধুপ্রতীম হওয়ার দাবিদার হলেও, এই পলাতক খুনিদের গ্রেফতার করছে না। এমনকি জানা গেছে, বিজেপির তত্ত্বাবধানে অনেক খুনি সেখানে নিরাপদে আশ্রয় নিয়েছে। যদিও কয়েকজন সীমান্ত পার হওয়ার সময় বাংলাদেশের বিজিবি ও সাধারণ জনতার হাতে ধরা পড়েছে। এক নেতা সীমান্ত দিয়ে পালাতে গিয়ে বিএসএফের গুলিতে নিহত হয়। আইন বিশেষজ্ঞরা বলছেন, বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী ভারতের উচিত ছিল এসব পলাতক আসামিদের গ্রেফতার করা। অথচ বাংলাদেশে কোনো অপরাধী দেখা দিলে ভারতের মন্ত্রীরা কড়া প্রতিবাদ জানিয়ে তাকে ফেরত দিতে চাপ দিতো।

m mm

শেখ হাসিনা ছাত্র-জনতার বিপ্লবের মুখে পদত্যাগ করে ভারতে পালানোর পর, তার সরকারের দুর্নীতিগ্রস্ত মন্ত্রী, এমপি ও বিতর্কিত কর্মকর্তারা একে একে দালালদের মাধ্যমে ভারতে পালিয়ে গেছে। ভারতের বিভিন্ন স্থানে তাদের দেখা মিলছে, আর এতে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় চলছে।

Post a Comment

0 Comments