"ডিম কি আমি মেশিন দিয়ে তৈরি করব?"—প্রশ্ন বাণিজ্য উপদেষ্টার।

"ডিম কি আমি মেশিন দিয়ে তৈরি করব?"—প্রশ্ন বাণিজ্য উপদেষ্টার।


 নিত্যপণ্যের ঊর্ধ্বগতির মধ্যে কারওয়ানবাজার পরিদর্শনকালে অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন এক প্রশ্নের জবাবে হাস্যরসাত্মকভাবে সাংবাদিকদের বলেন, "ডিম কি আমি মেশিন দিয়ে তৈরি করব?"

সোমবার সন্ধ্যায় ডিমের মূল্যবৃদ্ধির প্রসঙ্গে এক সাংবাদিক উপদেষ্টাকে জিজ্ঞেস করেন, কেন ডিমের বাজারে এমন সংকট তৈরি হয়েছে। উত্তরে সালেহউদ্দিন বলেন, "ডিমের সাপ্লাই নেই। প্রতিদিন সারে চার কোটি, পাঁচ কোটি ডিম হয়। এখন কি আমি মেশিন দিয়ে ডিম তৈরি করব?"

m mm

তিনি আরও বলেন, সাম্প্রতিক বন্যা ও অতিবৃষ্টির কারণে ডিম ও কিছু সবজির উৎপাদনে প্রভাব পড়েছে, যার ফলে সাপ্লাই চেইনে ঘাটতি দেখা দিয়েছে এবং এর ফলে পণ্যের দাম বেড়েছে।

গত ১৫ সেপ্টেম্বর কৃষিপণ্য বিপণন অধিদপ্তর ডিমের সর্বোচ্চ ন্যায্য মূল্য নির্ধারণ করলেও ব্যবসায়ীরা অভিযোগ করছেন, নির্ধারিত দামে খামার থেকে ডিম সংগ্রহ করা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় কারওয়ানবাজারসহ দেশের বিভিন্ন পাইকারি আড়তে ডিম বিক্রি বন্ধ রয়েছে, যার প্রভাব খুচরা বাজারেও পড়েছে। 

m mm

এর পাশাপাশি সবজির বাজারেও মূল্যবৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। পেঁপে ছাড়া অন্য কোনো সবজি ১০০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না। ডিমের দামও হালি প্রতি ৬০ টাকায় পৌঁছেছে, যা আমদানি করেও স্থিতিশীল করা যাচ্ছে না।

পরিদর্শনকালে বাণিজ্য উপদেষ্টা বাজারের সরবরাহ পরিস্থিতি এবং মূল্য তালিকা খতিয়ে দেখেন এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। তিনি তাদের যৌক্তিক লাভ করার আহ্বান জানান এবং বলেন, "পাইকারি ও খুচরা বিক্রেতাদের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখার জন্য টাস্কফোর্স মনিটরিং করছে। কেউ সুযোগ বুঝে অতিরিক্ত মুনাফা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।"

m mm

পরিদর্শনের সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম উদ্দিন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খানও উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments