**মির্জা ফখরুলের রহস্যময় অস্ট্রেলিয়া সফর**

**মির্জা ফখরুলের রহস্যময় অস্ট্রেলিয়া সফর**  
 

**আওয়ামী লীগ ও ভারত ইস্যুতে দূরত্ব, অস্ট্রেলিয়া সফরে মির্জা ফখরুল**

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের অংশগ্রহণ এবং ভারত ইস্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দলের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে তিনি পারিবারিক সফরে অস্ট্রেলিয়ায় গেছেন। তার ঘনিষ্ঠদের কাছেও তিনি কবে দেশে ফিরবেন, সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই, যা তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে রহস্যের জন্ম দিয়েছে।

m mm

গত ১১ অক্টোবর মির্জা ফখরুল বড় মেয়ে ডা. শামারুহ মির্জা এবং তার পরিবারের সঙ্গে অবকাশ কাটাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। সেখানে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হক তাকে স্বাগত জানান।

মির্জা ফখরুলের ব্যক্তিগত সহকারী মো. ইউনুস আলী জানান, তিনি পারিবারিক সফরে অস্ট্রেলিয়া গেছেন এবং তার স্ত্রীও সেখানে আছেন। তবে ফেরার তারিখ এখনও চূড়ান্ত হয়নি।

এদিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ১৬ অক্টোবর মির্জা ফখরুলের একটি সেমিনারে অংশ নেওয়ার কথা রয়েছে। সেমিনারের পর তিনি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। তবে দলের সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বলেন, সফরটি পারিবারিক না রাজনৈতিক সে বিষয়ে তার জানা নেই। শুধু জানা গেছে, তার মেয়ে অস্ট্রেলিয়ায় থাকেন।

m mm

বিএনপির একটি অংশ মনে করে, সম্প্রতি আওয়ামী লীগ এবং ভারতের মতো স্পর্শকাতর ইস্যুতে মির্জা ফখরুলের বক্তব্য দলের তৃণমূলের মনোভাবের সঙ্গে মিলছে না। এ কারণে তাকে কিছুদিনের জন্য আড়ালে থাকার প্রয়োজন পড়েছে। তার অস্ট্রেলিয়া সফরও এ কারণে আরও রহস্যময় হয়ে উঠেছে।

মির্জা ফখরুল গণমাধ্যমে দেওয়া বক্তব্যে বলেছেন, "আমরা চাই না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক। কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমরা নই। তবে যারা অপরাধ করেছে, তাদের বিচারের আওতায় আনা উচিত।"

Post a Comment

0 Comments