"ইসরায়েল বেশিদিন টিকবে না: খামেনি"

 "ইসরায়েল বেশিদিন টিকবে না: খামেনি"  


ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইসরায়েল দীর্ঘস্থায়ী হবে না। 


আজ শুক্রবার তিনি তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা মসজিদে জুমার খুতবায় এ কথা বলেন। প্রায় পাঁচ বছরের মধ্যে এটি ছিল তাঁর প্রথম জুমার খুতবা।


সম্প্রতি ইরান ইসরায়েলে যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, তার যৌক্তিকতা ব্যাখ্যা করে খামেনি বলেন, ‘এই হামলা ছিল সম্পূর্ণ আইনসম্মত এবং বৈধ।’ তিনি আরও বলেন, ইসরায়েলের অপরাধের জন্য এটি ছিল ন্যূনতম শাস্তি। 


ff f


খামেনি হামাসের গত ৭ অক্টোবর ইসরায়েলের ওপর হামলাকে সমর্থন করে বলেন, এ ধরনের প্রতিরোধ আইনসম্মত এবং ন্যায়সংগত। তিনি বলেন, ইসরায়েল কখনোই হিজবুল্লাহ বা হামাসকে গুরুতর ক্ষতি করতে পারবে না।


লেবাননের শিয়াপন্থী সংগঠন হিজবুল্লাহর লড়াইকে পুরো অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন খামেনি। তিনি বলেন, ইসরায়েল প্রতিরোধ সংগঠনগুলোর নেতাদের হত্যা করলেও তারা পিছু হটবে না। বরং তাদের শাহাদাত প্রতিরোধ আন্দোলনকে আরও শক্তিশালী করবে এবং শেষ পর্যন্ত তারা বিজয়ী হবে।


খামেনি আরও বলেন, ইরান, ফিলিস্তিন, লেবানন, মিসর, ইরাক, সিরিয়া ও ইয়েমেনের শত্রু এক এবং সেই শত্রু মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে। তিনি মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে তাদের সাধারণ শত্রুর বিরুদ্ধে প্রতিরক্ষা প্রস্তুত করার আহ্বান জানান।


প্রসঙ্গত, সর্বশেষ ২০২০ সালের জানুয়ারিতে জুমার খুতবা দিয়েছিলেন খামেনি, যখন মার্কিন হামলায় ইরানি কমান্ডার কাসেম সোলাইমানি নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে ইরান ইরাকে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল।

Post a Comment

0 Comments