"কানাডার বেগমপাড়ায় কোটি কোটি টাকার বাড়িতে বসবাস করা পাঁচ পরিবারের গল্প"
"তাদের আচার-আচরণ ও বিলাসী জীবনযাপন দেখে বোঝার উপায় নেই তাঁরা কোন মহাদেশ থেকে এসেছেন। এমন অভিজাত জীবনযাপন খোদ কানাডার প্রবাসী বাংলাদেশিদের কাছেও যেন রূপকথার মতো। এই বিশেষ শ্রেণির মানুষদের বেশির ভাগেরই বাড়ির মূল্য প্রায় ৫০ কোটি টাকা, তাঁদের দৈনন্দিন জীবন ঘিরে থাকে দামি গাড়ি আর জমকালো পার্টির আয়োজন। এমন পাঁচটি পরিবারের জীবন নিয়ে নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম 'বেগমপাড়া'।
এই ওয়েব ফিল্মটি পরিচালনা করেছেন অভিনেতা ও নির্মাতা কামাল হোসেন। তিনি দীর্ঘদিন ধরে কানাডায় বসবাস করছেন এবং সেখানকার এক শ্রেণির বাংলাদেশির জীবনযাত্রা তাঁকে কৌতূহলী করে তোলে। তাঁদের বেশির ভাগই থাকেন কানাডার বেগমপাড়ায়, যেখানে অবৈধ আয়ে গড়ে তোলা সম্পদ দিয়ে তাঁরা সমাজে বিভাজন তৈরি করেছেন।
কামাল হোসেন বলেন, 'বেগমপাড়ার বাসিন্দারা শতকোটি টাকার সম্পদ নিয়ে বিলাসী জীবনযাপন করেন। তাঁদের আচার-ব্যবহার দেখে বোঝার উপায় নেই যে তাঁরা বাঙালি। এঁরা কেউ রাজনীতির সঙ্গে যুক্ত, কেউ হুন্ডি ব্যবসা চালান, আবার কেউ দেশ থেকে অবৈধভাবে টাকা পাচার করেছেন। এঁরা দেশের সম্পদ লুট করে বিদেশে বিলাসী জীবনযাপন করছেন, যা আমরা সবাই জানি।'
ওয়েব ফিল্মটি বাংলাদেশের রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ পাঁচ শ্রেণির মানুষের পরিবারের গল্প নিয়ে তৈরি হয়েছে, যাঁরা দেশে থেকে অবৈধভাবে অর্জিত টাকায় কানাডায় তাঁদের পরিবারকে বিলাসিতায় ডুবিয়ে রেখেছেন। কামাল হোসেন বলেন, 'বেগমপাড়ায় এমন পরিবারও আছে, যারা নিয়মিত ঘণ্টায় ঘণ্টায় পার্টির আয়োজন করে। তাঁদের জন্য কোটি কোটি টাকা খরচ করাও কোনো ব্যাপার নয়। কিন্তু এই লুটের টাকার পরিণতি কী হতে পারে, সেটাও আমরা দেখেছি। সেই গল্পই আমি ফিকশন আকারে তুলে ধরেছি।'
f ff
'বেগমপাড়া' ওয়েব ফিল্মটির শুটিং এ বছর শুরুর দিকে সম্পন্ন হয়। এতে বাংলাদেশ ও কানাডার প্রবাসী শিল্পীরা অভিনয় করেছেন। কলাকুশলী দলটিও ছিল বাংলাদেশি। অভিনয় করেছেন আফরান আহমেদ, আসিফ নাসারি, উনাইশা নায়ির, ইশরাত জাহান, নায়মা ফেরদৌসী ও ইফফাত শারমিন প্রমুখ। এটি শিগগিরই বাংলাদেশের একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে।"
0 Comments