আদালতের রায় সত্ত্বেও মেয়রের পদে বসতে পারবেন না শাহাদাত।

 আদালতের রায় সত্ত্বেও মেয়রের পদে বসতে পারবেন না শাহাদাত।


 নির্বাচনের প্রায় সাড়ে তিন বছর পর চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হিসেবে বিএনপির প্রার্থী শাহাদাত হোসেনের পক্ষে রায় দিয়েছে নির্বাচনী ট্রাইব্যুনাল। তবে ট্রাইব্যুনালের এই রায় পেলেও শাহাদাত হোসেন এখনও মেয়রের পদে বসতে পারবেন না। কারণ, নির্বাচন কমিশন (ইসি) না থাকায় গেজেট প্রকাশে আইনি জটিলতা রয়েছে বলে জানিয়েছেন ইসি কর্মকর্তারা।

f ff

নির্বাচন ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য ৩০ দিনের সময়সীমা রয়েছে। আপিলের সময় শেষ না হওয়া পর্যন্ত ইসি গেজেট প্রকাশ করতে পারবে না। যদি এই সময়ের মধ্যে কোনো পক্ষ আপিল করে, তবে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না।


এছাড়া, কোনো নির্বাচনের গেজেট প্রকাশ করতে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ অনুমোদনের প্রয়োজন হয়। আগের কমিশন পদত্যাগ করায় এখন সে অনুমোদন নেওয়ার সুযোগ নেই। তাই, নতুন কমিশন গঠিত না হওয়া পর্যন্ত কেউ আপিল না করলেও গেজেট প্রকাশ সম্ভব হবে না।

Post a Comment

0 Comments