সাড়ে ১৫ বছরের অপরাধীদের প্রতি কোনো দয়া দেখানো হবে না: জামায়াত আমির
সাড়ে ১৫ বছরের অপরাধীদের ক্ষমা করা হবে না, মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (২৯ নভেম্বর) রাতে যশোরের চাঁচড়া মোড়ে অনুষ্ঠিত বিশাল পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
শফিকুর রহমান বলেন, "জামায়াতে ইসলামী বৈষম্যহীন একটি দেশ গড়ার জন্য কাজ করে যাচ্ছে, যেখানে ছাত্র-জনতা নিজেদের জীবন দিয়ে দেশের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছিল। যারা জুলাই-আগস্টে শহীদ হয়েছেন, তারা জাতীয় বীর। জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতায় এলে, যারা সাড়ে ১৫ বছর ধরে অপরাধ করেছে তাদের বিচার হবে এবং কোনো অপরাধীকে ক্ষমা করা হবে না।"
তিনি আরও বলেন, "যশোর ছিল সেই জায়গা যেখানে দেশের আগ্রাসনের বিরুদ্ধে প্রথম প্রতিবাদ হয়েছে। তৎকালীন নয় নম্বর সেক্টর কমান্ডার মেজর এম এ জলিলের নেতৃত্বে এই প্রতিবাদ শুরু হয়েছিল, যার কারণে যশোরকে বিশেষ মর্যাদায় দেখা হয়।"
জামায়াত আমির আরও বলেন, "ফ্যাসিস্ট আওয়ামী লীগ গত সাড়ে ১৫ বছর ধরে জামায়াতের নেতা-কর্মীদের ওপর নানা ধরনের অত্যাচার করেছে। একসময় জামায়াতকে নিষিদ্ধও করা হয়, কিন্তু আল্লাহ তায়ালা তাদের নিষিদ্ধ করার মাধ্যমে এই জুলুমের প্রতিক্রিয়া দিয়েছেন। এদেশের জনগণ ফ্যাসিস্ট শাসনকে প্রত্যাখ্যান করেছে।"
তিনি বলেন, "আওয়ামী লীগ এখনও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের জাতীয় ঐক্য বজায় রেখে এই ষড়যন্ত্র রুখে দিতে হবে। ৫ আগস্টের পর থেকে দেশের কোথাও জামায়াত নেতা-কর্মীদের বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠেনি। জামায়াত সবসময় মানবতার পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।"
পথসভার শেষে, জামায়াত আমির শহরতলির খোলাডাঙ্গায় সন্ত্রাসীদের হাতে নিহত জামায়াত নেতা সজলের শিশুপুত্র সজীবকে কোলে তুলে আদর করে বিশেষ উপহার দেন।
পথসভাটি যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়, এবং এতে বক্তৃতা করেন জেলা সেক্রেটারি মাওলানা আবু জাফর ও সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস। এ সময় জামায়াত নেতা নিহত সজলের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
0 Comments