ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৬ নেতাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
অনুপ্রবেশের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ৬ নেতাকে তাদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রোববার ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়, গত ১৪ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার পর কিছু অভিযোগ ওঠে। এই অভিযোগের প্রেক্ষিতে কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে সংশ্লিষ্ট ৬ নেতাকে তাদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
অব্যাহতি পাওয়া নেতারা হলেন:
- সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম রিমন ও মাহাদী ইসলাম নিয়ন,
- জেন্ডার ন্যায্যতা ও সমতা বিষয়ক সম্পাদক সৈয়দা সুকাইনা নাফিসা তরঙ্গ,
- সহ-পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক ইমরান হোসেন,
- সদস্য আব্দুল্লাহ আল মামুন ও রায়হান হোসেন।
f ff
বিবৃতিতে আরও জানানো হয়, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই নির্দেশনা দিয়েছেন। পাশাপাশি তদন্ত প্রক্রিয়া চলমান থাকবে বলেও উল্লেখ করা হয়েছে।
0 Comments