ছাত্র সংঘর্ষ ও শিক্ষাপ্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনায় জামায়াত ইসলামী গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
২৪ ও ২৫ নভেম্বর ঢাকা শহরে সংঘটিত ছাত্র সংঘর্ষ ও শিক্ষাপ্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এতে প্রায় শতাধিক ছাত্র-শিক্ষক আহত হয়েছেন।
সোমবার (২৫ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এই উদ্বেগের কথা জানান। তিনি বলেন, ‘‘ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ, কবি নজরুল কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের ছাত্রদের মধ্যে সংঘর্ষের ফলে ২৪ ও ২৫ নভেম্বর প্রায় শতাধিক ছাত্র-শিক্ষক আহত এবং শিক্ষা প্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনা অত্যন্ত দুঃখজনক, অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত।’’
বিবৃতিতে তিনি আরও বলেন, ‘‘এই মর্মান্তিক ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। দেশ স্বৈরাচার শাসন থেকে মুক্ত হওয়ার পর শিক্ষাপ্রতিষ্ঠানে এমন ঘটনার একেবারেই অনাকাঙ্ক্ষিত। পতিত স্বৈরাচারী শক্তির ষড়যন্ত্রের অংশ হিসেবে এই সংঘর্ষ ঘটানো হয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন।’’
তিনি সবাইকে সংযত ও দায়িত্বশীল থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘‘এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে এবং শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে সরকারের প্রতি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদ্ঘাটন করার আহ্বান জানাচ্ছি।’’
আঘাতপ্রাপ্তদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, ‘‘তাদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং সরকারের কাছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য আহ্বান জানাচ্ছি।’’
এ তথ্য জামায়াতে ইসলামী কেন্দ্রীয় প্রচার বিভাগের বার্তা প্রেরক মুজিবুল আলমের সই করা এক বিবৃতিতে জানানো হয়েছে।
0 Comments