"এসপি বাবুল আক্তারের জামিন মঞ্জুর"
স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারকে জামিন দিয়েছেন আদালত। বুধবার বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি আলী রেজা পরিচালিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
f ff
২০১৬ সালের ৫ জুন সকালে চট্টগ্রাম নগরের নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় দুর্বৃত্তদের গুলিবিদ্ধ ও ছুরিকাঘাতে নিহত হন মাহমুদা খানম মিতু। ওই সময় মিতুর স্বামী পুলিশ সুপার বাবুল আক্তার ঢাকায় অবস্থান করছিলেন। ঘটনার পর চট্টগ্রামে ফিরে আসেন তিনি এবং তৎকালীন পুলিশ সুপার বাবুল আক্তার পাঁচলাইশ থানায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। তবে তদন্তে পিবিআই বাবুল আক্তারকেই স্ত্রী হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করে। ২০২১ সালের ১২ মে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার পর, একই দিনে বাবুল আক্তারকে প্রধান আসামি করে মিতুর বাবা সাবেক পুলিশ পরিদর্শক মোশাররফ হোসেন পাঁচলাইশ থানায় দ্বিতীয় মামলা দায়ের করেন। ওই দিনই পিবিআই বাবুল আক্তারকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে, এবং তখন থেকে তিনি কারাগারে রয়েছেন।
0 Comments