আওয়ামী লীগ নিজেই নিজেদের পতন ডেকে এনেছে: জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, তাদের কোনো রাজনৈতিক দলকে সরানোর ইচ্ছা নেই। তিনি ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান।
সাক্ষাৎকারে জামায়াতের আমিরের কাছে প্রশ্ন করা হয়, কিছুটা আতঙ্ক তৈরি হয়েছে যে, অন্তর্বর্তী সরকার এবং জামায়াত মিলে আওয়ামী লীগকে সরানোর পর বিএনপিকেও সরিয়ে দিয়ে নতুন রাজনৈতিক শক্তির উত্থান ঘটাতে চায়। এ বিষয়ে তিনি বলেন, “এটি ভিত্তিহীন ধারণা। আওয়ামী লীগের প্রতি জনগণের ক্ষোভ তৈরি হয়েছে দুর্নীতি এবং ফ্যাসিবাদী নীতির কারণে। তারা নিজেরাই নিজেদের পতন ডেকে এনেছে। আমাদের কোনো দল বা সংগঠনকে সরানোর ইচ্ছা নেই।”
fhttps://www.profitablecpmrate.com/etphn2xs?key=63854adb10c32c695c24df60052d58c0f ff
ভারতবিরোধিতা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এটি মিথ্যা ধারণা। উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের বিরুদ্ধে এসব কথা ছড়ানো হয়েছে যাতে জামায়াতের রাজনীতি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। আমরা ভারতসহ সব প্রতিবেশী দেশের সঙ্গে সমান মর্যাদায় সুসম্পর্ক বজায় রাখতে চাই। আমাদের আন্তর্জাতিক নীতি হল, সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে শত্রুতা নয়।”
সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়ে তিনি বলেন, “জামায়াতে ইসলামীর বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক অত্যন্ত ভালো। আমরা সব নাগরিককে সমান চোখে দেখি এবং সব নাগরিকের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে বিশ্বাসী। জামায়াতে ইসলামীর কোনো সময়ে সংখ্যালঘুদের বিরুদ্ধে হিংসার ইতিহাস নেই।”
0 Comments