সাংবাদিক মুন্নী সাহা আটক

 সাংবাদিক মুন্নী সাহা আটক

রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া একটি মামলায় সাংবাদিক মুন্নী সাহাকে গ্রেপ্তার করা হয়েছে বলে ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন।

জানা গেছে, কাওরান বাজারে এক টাকার খবরের অফিস থেকে বের হয়ে মুন্নী সাহা সবজি কিনতে যান। এ সময় জনতা তাকে চিনতে পেরে ক্ষুব্ধ হয়ে তার ওপর আক্রমণ চালায়। ঘটনাস্থলে দ্রুত পৌঁছে তেজগাঁও থানা পুলিশ তাকে উদ্ধার করে হেফাজতে নেয়।

ওসি মোবারক হোসেন ঢাকা পোস্টকে বলেন, "মুন্নী সাহা কারওয়ান বাজার জনতা টাওয়ারের সামনে সবজি কিনছিলেন। এ সময় একদল জনতা তাকে দেখে উত্তেজিত হয়ে তার ওপর হামলা চালায়। খবর পেয়ে তেজগাঁও থানা পুলিশ দ্রুত সেখানে পৌঁছায় এবং তাকে নিরাপদে হেফাজতে নেয়।"

f ff 

উল্লেখ্য, মুন্নী সাহা টেলিভিশন সাংবাদিকতা এবং টক শো সঞ্চালক হিসেবে পরিচিত। তিনি তার সাংবাদিকতা জীবন শুরু করেছিলেন আজকের কাগজে। এরপর ভোরের কাগজ এবং একুশে টেলিভিশনে কাজ করার পর তিনি এটিএন বাংলায় যোগ দেন এবং এটিএন নিউজের শুরু থেকেই সংশ্লিষ্ট ছিলেন। তবে ২০২৩ সালের ৩১ মে তিনি এটিএন নিউজ থেকে পদত্যাগ করেন এবং ‘এক টাকার খবর’ নামের একটি প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হন।

এই মুহূর্তে, যাত্রাবাড়ীতে গুলিতে শিক্ষার্থী নাঈম হাওলাদার নিহত হওয়ার ঘটনায় দায়ের হওয়া মামলায় মুন্নী সাহা সহ সাত সাংবাদিক আসামি হয়েছেন।

এছাড়া, বাংলাদেশের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) মুন্নী সাহা এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব সম্পর্কিত তথ্য চেয়ে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোকে চিঠি পাঠিয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, মুন্নী সাহার ব্যাংক হিসাবের লেনদেনের তথ্য ৭ অক্টোবরের মধ্যে বিএফআইইউকে প্রদান করতে হবে।

 

Post a Comment

0 Comments