ডা. শফিকুর রহমান: জাতীয় স্বার্থে আমাদের ইস্পাত কঠিন ঐক্যের প্রয়োজন
বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির, ডা. শফিকুর রহমান বলেছেন, ‘‘জাতীয় স্বার্থে আমরা সবকিছুর ঊর্ধ্বে উঠে ইস্পাত কঠিন ঐক্য চাই।’’ তিনি আরো বলেন, ‘‘বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের মানুষের প্রতি দায়বদ্ধ। আমরা দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়তে চাই, সুষম উন্নয়ন নিশ্চিত করতে চাই, এবং প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিত করতে চাই। যুবকদের জন্য কর্মসংস্থান তৈরি করা হবে এবং শিক্ষা সমাপ্তির পর তাদের কাজ দেওয়া হবে। নৈতিক ও জাগতিক শিক্ষার সমন্বয় হবে।’’
তিনি সাতক্ষীরার মর্যাদা এবং ঐতিহ্য উল্লেখ করে বলেন, ‘‘বাংলাদেশে সাতক্ষীরা জেলা যেমন এত রক্ত ও ত্যাগের দৃষ্টান্ত রেখে সম্মানিত, তেমনি এই জেলার মর্যাদা আল্লাহর রহমতে ক্রমাগত বৃদ্ধি পাবে।’’
শনিবার (৩০ নভেম্বর) সাতক্ষীরা জেলার সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে আয়োজিত ঐতিহাসিক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। সম্মেলনে জেলা আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।
ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘‘বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি। এখানে অফুরন্ত সম্পদ থাকা সত্ত্বেও সেগুলি জনগণের উপকারে আসছে না, কারণ শাসকরা এসব সম্পদ চুরি করে নিজেদের পকেটে ঢুকিয়েছে, আর জনগণের অধিকার রক্ষা করা হয়নি।’’
তিনি ২০১৫ সালের স্মৃতি তুলে ধরে বলেন, ‘‘সাতক্ষীরার রাস্তাঘাট তখন বেহাল ছিল এবং শাসকগোষ্ঠী এই জেলাকে দেশের অংশ হিসেবে মনে করেনি।’’ তিনি আরও বলেন, ‘‘যতই শাসকগোষ্ঠী জুলুম করুক, তবে দ্বীনের পক্ষে থাকলে আল্লাহ এই জেলার মর্যাদা বৃদ্ধি করবেন।’’
ডা. শফিকুর রহমান বলেন, ‘‘আমরা এমন একটি দেশ চাই, যেখানে মা-বোনেরা নিরাপদে থাকবে, এবং তারা কর্মস্থলে ও রাস্তাঘাটে সুরক্ষা পাবেন।’’ তিনি বলেন, ‘‘এদেশে কোনো ধর্মীয় জনগণের উপর জোর খাটানো হবে না, সকল ধর্মের মানুষের সম্মান রক্ষা করা হবে।’’
তিনি এও উল্লেখ করেন, ‘‘আমরা সকল শ্রেণি-পেশার মানুষের সম্মান জানাই, এবং তাদের কাজের মর্যাদা প্রদান করব।’’
ডা. শফিকুর রহমান বলেন, ‘‘যারা দেশের শাসনে জুলুম করেছে, তারা পালিয়ে গেছে, কিন্তু আমরা এই দেশে থেকে লড়াই করতে চাই, এবং দেশের ভবিষ্যত যুবকদের হাতে তুলে দিতে চাই।’’
কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যক্ষ ইজ্জত উল্লাহ, মুহাদ্দিস আবদুল খালেক, এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ।
0 Comments