আজহারী বলেছেন, "যদি আমরা ঐক্যবদ্ধ না হই, তবে পরাশক্তিরা আমাদের ওপর অত্যাচার করবে।"
ভেদাভেদ ভুলে দেশের কল্যাণে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারী। তিনি বলেছেন, ঐক্য ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। কিছুদিন আগে ড. ইউনূস দেশের সব রাজনৈতিক দলকে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছিলেন, এবং তার মতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। প্রয়োজনে অন্য ধর্মাবলম্বীদের সঙ্গেও ঐক্য গড়ে তোলা প্রয়োজন, নয়তো বিপদ আসবে। নিজেদের মধ্যে মারামারি বা মনোমালিন্য করা যাবে না। তাওহিদের দাওয়াতের জন্য আমাদের এক হতে হবে। বিচ্ছিন্ন হলে আমাদের শক্তি কমে যাবে, এবং একে অপরকে কাফের ফতোয়া দিয়ে বিভক্ত হওয়া যাবে না। তিনি বলেন, ঐক্য না হলে পরাশক্তিরা আমাদের ওপর অত্যাচার করবে।
পেকুয়ার তাফসিরুল কোরআন মাহফিল থেকে আলেম ওলামা এবং সব রাজনৈতিক দলের উদ্দেশ্যে তিনি আহ্বান জানান, ভেদাভেদ ভুলে এক হয়ে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে। গত শুক্রবার রাতে কক্সবাজারের পেকুয়ায় মরহুম মাওলানা শহীদ উল্লাহ স্মৃতি সংসদ ও সমাজ উন্নয়ন পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত বৃহৎ তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান মোফাসসির হিসেবে আজহারী এসব কথা বলেন।
মাহফিলের প্রথম অধিবেশন শুরু হয় সকাল ১০টায়, যেখানে অধ্যক্ষ মাওলানা বদিউল আলমের সভাপতিত্বে আলোচনা করেন শায়খ মুফতী ইব্রাহিম, মাওলানা আবদুল্লাহ আল আমীন, মাওলানা আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ এবং কামরুল ইসলাম সাঈদ আনসারী। দ্বিতীয় অধিবেশনে জেলা জামায়াতের আমির অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে বয়ান করেন মাওলানা সাদিকুল রহমান আজহারী, শায়খ সালাহ উদ্দিন মাক্কী এবং ড. মিজানুর রহমান আজহারী।
এদিকে, মাহফিলে কয়েক লাখ মানুষের সমাগম হয়। অতিরিক্ত মানুষের কারণে দুই কিলোমিটার এলাকায় মোবাইল ইন্টারনেট পরিষেবা ছিল না। আজহারীর বয়ান চলাকালে বিশাল প্যান্ডেলে হাজার হাজার মানুষ নীরব হয়ে তার কথা শোনেন।
পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদের প্রধান উপদেষ্টা নিয়ামত উল্লাহ নিজামী জানান, ড. আজহারীসহ ইসলামী আলোচকদের আগমন ঘটলে ধর্মপ্রাণ মানুষের ঢল নামে চট্টগ্রাম-কক্সবাজারের পেকুয়া অঞ্চলে।
0 Comments