বাগেরহাটে ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচির গাড়িবহরে হামলা, সংঘর্ষ, পরিস্থিতি রণক্ষেত্রে পরিণত
বাগেরহাটের মোল্লাহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 'মার্চ ফর ইউনিটি'র গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে খুলনা মহানগর থেকে শিক্ষার্থীদের নিয়ে প্রায় ২৫টি বাস ঢাকার উদ্দেশে রওনা হয়। বাসগুলো মোল্লাহাট মাদ্রাসাঘাট এলাকায় পৌঁছালে স্থানীয়রা গাড়িগুলোর দিকে ইট-পাটকেল নিক্ষেপ করে এবং কয়েকটি বাস থামিয়ে শিক্ষার্থীদের মারধর করে।
এ ঘটনার পর শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তোলায়, মুহূর্তেই সংঘর্ষে পরিণত হয় পুরো এলাকা। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে ১৮ থেকে ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনা সমন্বয়ক জহুরুল তানভীর বলেন, "আমরা খুলনা থেকে শান্তিপূর্ণভাবে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছিলাম, কিন্তু পথে হামলার শিকার হয়েছি। বহু আহত হয়েছে এবং এ হামলা ফ্যাসিবাদী সরকারের এজেন্টরা করেছে।"
অপর সমন্বয়ক মিনহাজুল আবেদীন সম্পদ বলেন, "এটি একটি পরিকল্পিত হামলা ছিল, তবে এই ধরনের বাধা আমাদের লক্ষ্য থেকে এক চুলও সরাতে পারবে না।"
হামলার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তিনি।
মোল্লাহাট থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, "বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং হামলার সাথে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।"
0 Comments