হঠাৎ করে বন্ধ হয়ে গেল এস আলম গ্রুপের ৬টি কারখানা।
আলোচিত শিল্পগ্রুপ এস আলমের ছয়টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পূর্ব ঘোষণা ছাড়াই কোম্পানিটির এমন সিদ্ধান্তে প্রায় ১২ হাজার মানুষ বেকার হয়ে পড়েছেন। গতকাল সকালে এস আলমের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান মোহাম্মদ বোরহান উদ্দিনের স্বাক্ষরে এই বন্ধের নোটিশটি প্রকাশ করা হয়। নোটিশে বলা হয়, কারখানা খোলার তারিখ কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনার মাধ্যমে জানানো হবে।
বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলোর মধ্যে রয়েছে: এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ, এস আলম পাওয়ার প্লান্ট লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড-নফ, এস আলম পাওয়ার জেনারেশন লিমিটেড, এবং ইনফিনিটি সি আর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এসব কারখানা চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কালারপুল, ইছানগর, এবং বাঁশখালীর গণ্ডামারায় অবস্থিত। নোটিশে বলা হয়, ‘সকল শ্রমিক, কর্মকর্তা-কর্মচারীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কর্তৃপক্ষের নির্দেশক্রমে অনিবার্য কারণবশত আগামী ২৫শে ডিসেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারখানা বন্ধ থাকবে। তবে, নিরাপত্তা বিভাগ, ডেলিভারি সেকশন ও জরুরি বিভাগ (ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক) খোলা থাকবে।’
ff ff
নাম প্রকাশ না করার শর্তে এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রির একজন কর্মকর্তা জানান, এস আলম গ্রুপের ছয়টি কারখানায় মোট ১২ হাজার কর্মকর্তা, কর্মচারী এবং শ্রমিক কর্মরত আছেন। হঠাৎ করে কারখানা বন্ধের সিদ্ধান্তে সবাই বিপাকে পড়েছেন। এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রির ডিজিএম রফিকুল ইসলাম বলেন, "আমরা নোটিশ পেয়েছি, এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।"
এদিকে, প্রতিষ্ঠান বন্ধের প্রতিবাদে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ করেছেন এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রির ও এস আলম পাওয়ার প্লান্টের শ্রমিক-কর্মকর্তারা। তারা জানিয়ে দিয়েছেন, যদি কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত থেকে সরে না আসে, তবে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন। বিক্ষুব্ধরা বলেন, "কোনো নোটিশ বা ঘোষণা ছাড়া হঠাৎ দুপুরবেলায় কর্তৃপক্ষ এসে কারখানার সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করে। আমরা এই সিদ্ধান্ত মেনে নেব না। এ সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা কঠোর আন্দোলনে যাবো।"
0 Comments